Hero Alam : বাংলাদেশে হেনস্থার শিকার হিরো আলম! নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে বিপাকে ইউটিউবার

Last Updated:

Hero Alam : হিরো আলমকে হেনস্থার নেপথ্যে কারা ছিলেন? কোন দলের লোকেরা মারধর করেছে হিরো আলমকে? এই প্রশ্নের উত্তরে মুখ খুলতে চাননি গুলশন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিএম ফরমান আলি।

হেনস্থার শিকার হিরো আলম
হেনস্থার শিকার হিরো আলম
ঢাকা: প্রকাশ্য রাস্তায় হেনস্থার শিকার বাংলাদেশের ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ঢাকার উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করছেন। গত সোমবার বিকেল ৩টে ১০ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল এবং কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন হিরো আলম।
সেখানেই এই ঘটনাটি ঘটে। এর পর তাঁকে ঢাকার রামপুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রধান নির্বাচনী আধিকারিক মহম্মদ ইলিয়াস খবরটি নিশ্চিত করেছেন। হিরো আলম জানান, বিকেল ৩টে নাগাদ তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে।
advertisement
advertisement
সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট চলেছে। সারাদিনে কোনও বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলে। মোট আটজন প্রার্থী এই নির্বাচনে লড়াই করেছেন। নির্দল প্রার্থীদের মধ্যে রয়েছেন দু’জন, হিরো আলম এবং মহম্মদ তারিকুল ইসলাম।
advertisement
হিরো আলমকে হেনস্থার নেপথ্যে কারা ছিলেন? কোন দলের লোকেরা মারধর করেছে হিরো আলমকে? এই প্রশ্নের উত্তরে মুখ খুলতে চাননি গুলশন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিএম ফরমান আলি। জানা গিয়েছে, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে। তার ভিত্তিতে শাস্তি পাবে দোষীরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hero Alam : বাংলাদেশে হেনস্থার শিকার হিরো আলম! নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে বিপাকে ইউটিউবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement