Yohani | Kapil Sharma| Viral Video: 'মানিকে মাগে হিথে'! কপিল শর্মার শোতে এসে গানে মাতালেন ইয়োহানি! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Yohani | Kapil Sharma| Viral Video: রাতারাতি ভাইরাল হয়েছিলেন ইয়োহানি। এবার কপিল শর্মার শোতে এসে কী গাইলেন তিনি? দর্শকরাই বা কী করলেন? দেখুন ভাইরাল ভিডিও
#মুম্বই: 'মানিকে মাগে হিথে'- এই গান শোনেননি এমন ব্যক্তি মেলা ভার। শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানিকে কে না চেনেন। এক গানেই গোটা বিশ্বের কাছে পরিচিতি পান ইয়োহানি। রাতারাতি বহু মানুষ এই গানে রিল ভিডিও বানাতে শুরু করেন। গানের মানে একটুও না বুঝেই গাইতে থাকেন অনেকেই। আবার এই গানের সঙ্গে নিজের ভাষার গানের সংযোজন করেও ভিডিও হয়েছে প্রচুর। তবে অনেকে আবার সমালোচনাও করেছেন ইয়ো হানির। তবে সে সব পেরিয়ে বিশ্বের কাছে টপ ভাইরাল এই গান ও গায়িকা।
সম্প্রতি ইয়োহানিকে আসতে দেখা গেল কপিল শর্মা শোতে। কপিল শর্মার কমেডি শোয়ের কথা নতুন করে বলার কিছু নেই। 'বাবাজি কা ঠুল্লু' থেকে এমন সফল হয়েছেন কপিল, যে বদলে গিয়েছে গোটা শোয়ের ভোল। শাহরুখ খান থেকে রেখা কে আসেননি এই শোয়ে। তবে এখানে কিন্তু খুব জটিল কিছু আলোচনা হয় না। তবে মজার ছলে একেবারে খাসা প্রশ্ন উত্তরের পর্ব থাকে। এই শোতে এসেই এবার মানিকে মাগে হিথে গাইলেন ইয়োহানি। গোলাপি পোশাকে গিটার বাজিয়ে গান গাইছেন ইয়োহানি। দর্শকের ভালবাসা ঝরে পড়ছে হাততালিতে।
advertisement
advertisement
advertisement
এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে কপিল শর্মা লেখেন, "লেডিস এবং জেন্টলম্যান ভাইরাল সেনশেসন ইয়োহানি আমাদের ঘরে এসে গিয়েছে।" এই পোস্ট দেখা মাত্র সকলেই জানতে চান কবে দেখা যাবে এই পর্বটি। যার উত্তরে কপিল পোস্টেই লিখেছেন, খুব শীঘ্রই আসছে ইয়োহানির এই গান। অতএব দেখতে হলে নজর রাখতে হবে 'দ্য কপিল শর্মা শো'-তে। এখানেই শেষ নয়, এই পোস্টে এসে কমেন্ট করেন ভাইরাল গায়িকা ইয়োহানি, " আপনাকে অনেক ধন্যবাদ। এই শোতে এসে আমি যে ভালবাসা পেয়েছি, তা আমার জন্য সব থেকে দামি। আমার কাছে অনেক কিছু।" আপাতত এই পোস্টে কমেন্ট করে ভাইরাল করে তুলেছেন নেটিজেনরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 10:55 PM IST