World Music Day 2022: বিশ্ব সঙ্গীত দিবসে লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা সৌরেন্দ্র-সৌম্যজিতের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
World Music Day 2022: বিশ্ব সঙ্গীত দিবসে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা জানাতে চলেছেন সৌরেন্দ্র মল্লিক-সৌম্যজিৎ দাস জুটি।
#কলকাতা: বিশ্ব সঙ্গীত দিবসে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা জানাতে চলেছেন সৌরেন্দ্র মল্লিক-সৌম্যজিৎ দাস জুটি। এদিন, অর্থাৎ আগামী ২১ জুন প্রয়াত সুরসম্রাজ্ঞীকে গানের মাধ্যমেই সম্মানিত করবেন গায়ক ও বেহালাবাদক এই জুটি। এই বছরই সঙ্গীত জগৎকে অপূর্ণ করে প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। তাই এই বছরে বিশ্ব সঙ্গীত দিবসে নিজেদের গান তাঁকেই উৎসর্গ করছেন দুই শিল্পী।
কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব সঙ্গীত দিবস। শিল্পীদের মধ্যে সৌম্যজিৎ-সৌরেন্দ্র ছাড়াও থাকবেন উস্তাদ আমজাদ আলি খান, উস্তাদ রসিদ খান, হরিহরন, ঊষা উত্থুপ, শুভা মুদগাল, পাপন ও শুভমিতা। ৯০ মিনিটের অনুষ্ঠানে প্রত্যেকে একটি করে গান গাইবেন।
সৌরেন্দ্র ও সৌম্যজিৎ নিউজ১৮-কে জানাচ্ছেন, "এমন সম্মানীয় শিল্পীদের সঙ্গে কলকাতায় মহামারীর দু বছর পরে এক মঞ্চে লাইভ হব ভেবেই আমরা খুব উচ্ছসিত। বিশ্ব সঙ্গীত দিবসে সঙ্গীতের মাধ্যমে বন্ধুত্ব, শান্তি ও একতার বার্তা দিতে চাই এবং ঐতিহ্যে ভরা এই কলকাতারও উদযাপন করতে চাই।"
advertisement
advertisement
সঙ্গীতের আবহেই বড় হয়ে ওঠা এই দুই শিল্পীর। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক করেই ২০১০ সাল থেকে বিশ্ব সঙ্গীত দিবসে অনুষ্ঠানের আয়োজন করা শুরু ককেন তাঁরা। মূল উদ্দেশ্যেই ছিল, সঙ্গীতের জন্য যাতে কবি, লেখক, শিল্পীরা একত্রিত হন। সব সময়েই সৌরেন্দ্র ও সৌম্যজিৎ কোরাস শিল্পী, নাট্য অভিনেতা, সাউন্ড ইঞ্জিনিয়ার, বিশেষ ধরনের আলো ইত্যাদি নিয়ে অনুষ্ঠান করে এসেছেন। এবারেও সায়েন্স সিটির অনুষ্ঠানে একই ভাবে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করবেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2022 11:42 PM IST