Subhankar Chatterjee Allegation: রাত দু’টোয় ২৪ বার ভিডিও কল! রিয়েলিটি শো পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার

Last Updated:

Subhankar Chatterjee Allegation: পরে ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছেন অভিযোগকারী মহিলা৷

শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি ফেসবুক থেকে প্রাপ্ত
শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি ফেসবুক থেকে প্রাপ্ত
কলকাতা: একাধিক জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো-এর পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন এক মহিলা৷ ফেসবুকে দীর্ঘ পোস্ট দিলেন তিনি৷ শ্রেয়সী চক্রবর্তী নামে ওই মহিলার অভিযোগ পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় তাঁকে গভীর রাতে একের পর এক ভিডিওকল করেছেন৷
কী লিখেছেন তিনি ফেসবুকে, ‘আমার প্রোফাইলে মিরাক্কেলের ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় আছেন৷ ওঁর সঙ্গে আমার কোনও পূর্ব পরিচিতি নেই, কোনও ওয়ার্ক পারপাস নেই৷ তাও তিনি গতকাল রাত ২.১৭ থেকে ৩টে পর্যন্ত ২৪ বার ভিডিও কল করেছেন৷ আমি এত রাতে ভিডিও কল ধরব না বলা সত্ত্বেও উনি ভিডিও কল করেই যান৷ একবার বিরক্ত হয়ে নিজের ফ্রন্ট ক্যামেরা অফ করেই ভিডিও কলটা অ্যাকসেপ্ট করি, উনি তখন আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতেও পারছিলেন না৷’
advertisement
advertisement
এর পরে তাঁর অভিযোগ, ‘এক্ষেত্রে ওঁকে আমার দু’টো প্রশ্ন, রাত তিনটের সময় মেয়েদের ভিডিও করল করে ডিস্টার্ব করার ইচ্ছে ওঁর না ওঁর এটা পারিবারিক শিক্ষার প্রতিফলন? দুই -- উনি একটু নাম করেছেন বলে উনি আমায় এত রাতে কন্টিনিউয়াসলি ২৪ বার কল করার মতো অসভ্য আচরণ কেন করলেন৷’’
পরে ডিলিট করে দেওয়া হয়েছে এই পোস্ট পরে ডিলিট করে দেওয়া হয়েছে এই পোস্ট
advertisement
শেষে শ্রেয়সীর মন্তব্য, ‘ওঁকে ট্যাগ করলাম, আর একটা সাজেশন দিলাম, এ বার থেকে প্রচুর মদ খেয়ে ফেললে নিজেকে সামলাতে না পারলে ফোনটা নিজের থেকে দূরে রাখুন৷’
আরও পড়ুন: ৫৬-৪৩-এর পর ৫০ লক্ষ! শহরে ফের উদ্ধার টাকা, পুলিশের জালে ২
এই বিষয়ে পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তিনি নিউজ১৮ বাংলাকে বলেন, ‘‘ওইটা নিয়ে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি৷ যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল, তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাটও হয়ে গিয়েছে, তারপরে আবার কেন চর্চা চলছে, সেই বিষয়টা অন্যায় হচ্ছে ও ভুল হচ্ছে৷ আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি, তিনি আমাকে এই বিষয়ে মতামত দেবেন, তারপর আমি যা বলার বলব৷’
advertisement
পরে ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছেন অভিযোগকারী মহিলা৷ তিনি সেটি ডিলিট করে দিয়ে লিখেছেন, ‘অনেক বিব্রত হয়েছি।অনেক ফোন এসেছে।আর পারছিনা। উনি নিজে এবং অনেক কে দিয়ে সরি বলিয়েছেন। আমি অ্যাকসেপ্ট করলাম আর এটা নিয়ে ফারদার ডিসকাশান চাই না।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhankar Chatterjee Allegation: রাত দু’টোয় ২৪ বার ভিডিও কল! রিয়েলিটি শো পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement