Nandita Roy: অসুস্থ প্রযোজক নন্দিতা রায়! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল উইন্ডোজ-কর্ণধারকে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nandita Roy: শুক্রবারই প্রিমিয়ার শো-তে নন্দিতা রায়ের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর জানা যায়, গত চারদিন ধরে তিনি কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি।
কলকাতা: অসুস্থ প্রযোজক নন্দিতা রায়। হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কিছুদিন ধরে। ১২ মে, শুক্রবারই মুক্তি পেয়েছে তাঁর এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ‘ফাটাফাটি’ ছবিটি। খুশির হাওয়া বইছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের আঙিনায়। নতুন ছবি নিয়ে চারদিকে প্রশংসার বন্যায়। কিন্তু একইসঙ্গে সকলেই বিষণ্ণ। কারণ হাউজের এক কর্ণধার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবারই প্রিমিয়ার শো-তে নন্দিতা রায়ের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর জানা যায়, গত চারদিন ধরে তিনি কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি। ধুম জ্বরে ভুগছেন প্রযোজক। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, ইনফ্লুয়েঞ্জা রোগাক্রান্ত হয়েছেন তিনি। তবে আগের থেকে অনেক ভাল আছেন। খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে তাঁকে।
advertisement
advertisement
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘ফাটাফাটি’ মুক্তি পেয়েছে ১২ মে। আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরী চক্রবর্তীকে দেখা গিয়েছে এই ছবিতে। উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 8:05 AM IST