'বউ কথা কও'-এর পর ফের একসঙ্গে পর্দায় ঋজু-মানালি? সত্যিটা জানালেন দুই তারকা

Last Updated:

২০০৯ সালে শুরু হয়েছিল 'বউ কথা কও'। সেই ধারাবাহিকে মানালি এবং ঋজুর রসায়ন দর্শকদের মন জয় করে।

ফাইল চিত্র
ফাইল চিত্র
#মুম্বই: ফের একসঙ্গে কাজ করবেন মানালি দে এবং ঋজু বিশ্বাস। বিগত কয়েক দিন ধরে এমনই গুঞ্জনে উত্তাল টেলিপাড়া। ছোট পর্দায় 'বউ কথা কও'-এর নিখিল-মৌরীর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরাও। তবে কি সত্যিই আরও একবার জুটি বাঁধছেন তাঁরা?
নিউজ18 বাংলাকে মানালি জানান, নতুন ধারাবাহিক বা ঋজুর সঙ্গে কাজ করার বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। তাঁর কথায়, "আমি এ নিয়ে সত্যিই কিছু জানি না। নতুন কোনও কাজ করছি না এই মুহূর্তে। ঋজুর সঙ্গে অভিনয় করা নিয়েও আমার কাছে কোনও তথ্য নেই। আমি কিছু জানলে সকলকেই তা জানাব।"
advertisement
advertisement
২০০৯ সালে শুরু হয়েছিল 'বউ কথা কও'। সেই ধারাবাহিকে মানালি এবং ঋজুর রসায়ন দর্শকদের মন জয় করে। তবে আপাতত সেই নস্টালজিয়া ফিরছে না বলেই জানিয়েছেন 'নিখিল'। তিনি বললেন, "মানালির সঙ্গে আবার কাজ করতে পারলে ভালই লাগবে। তবে এখন আমর একসঙ্গে কোনও কাজ করছি না।"
advertisement
আপাতত 'গোধূলি আলাপ' ধারাবাহিকে দেখা যাচ্ছে ঋজুকে। অন্য দিকে, 'ধুলোকণা' শেষ হওয়ার পর আপাতত নিজেকে সময় দিচ্ছেন মানালি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বউ কথা কও'-এর পর ফের একসঙ্গে পর্দায় ঋজু-মানালি? সত্যিটা জানালেন দুই তারকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement