Hubba: আবার ফিরছে হুব্বা শ্যামল! কী বলছেন এলাকার মানুষ? জানুন

Last Updated:

Hooghly News: হুগলির কোন্নগরের ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা হুব্বা শ্যামল, ধর্মডাঙার তার বাড়ির সামনেও পড়েছে তার সিনমার পোস্টা

+
হুব্বা

হুব্বা শ্যামলের জীবনী নিয়ে সিনেমা

হুগলি: আগামী ১৯ জানুয়ারি সিনেমার পর্দায় আসতে চলেছে হুব্বা। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমা এখন জেলা তথ্য রাজ্যের চর্চিত বিষয়। সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দা পিট লালবাজারের থেকে নেওয়া গল্প থেকে বাস্তব চরিত্রের এই সিনেমা অপরাধ দুনিয়ার এক কুখ্যাত মাফিয়া হব্বা শ্যামলের জীবনী নিয়ে তৈরি। বাংলাদেশী অভিনেতা মোশারফ করিম অভিনয় করেছেন হুব্বার চরিত্রে। কিন্তুকে ছিলেন এই হুব্বা শ্যামল? তাঁর উত্থান কিভাবে হয়েছিল? কিভাবে শ্যামল হয়ে উঠেছিল বাংলার দাউদ ইব্রাহিম সেই সমস্ত বিষয়ে জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম হুব্বার জন্মস্থান হুগলির কোন্নগরে।
২০১১ সালে খুন হয়েছিল শ্যামল দাস ওরফে হুব্বা। শ্যামলের সন্ত্রাস এখনও মানুষের মনে ঢুকে রয়েছে আতঙ্কের মতন। ২০১১ এর পর থেকে যখন সবাই তার নাম মুখে আনতে ভয় পাচ্ছিল ঠিক সেই সময় ২০২৪ সালে আবারও হুব্বা ফিরে এল তার জন্মভূমিতে। তবে এইবার সিনেমার পোস্টারে।
advertisement
advertisement
হুগলির কোন্নগরের ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা ছিল হুব্বা শ্যামল। ধর্মডাঙার তার বাড়ির সামনেও পড়েছে তার সিনমার পোস্টার।কেমন ছিল হুব্বা শ্যামল সেই বিষয়ে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম তার এলাকায়। এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানা যায় কিছু মানুষের কাছে হুব্বা শ্যামল ছিল মাসিহা। আবার কিছু মানুষের কাছে শ্যামল একজন কুখ্যাত আসামি। তার বাড়ির লোক ক্যামেরার সামনে সেভাবে মুখ খুলতে রাজি না হলেও তারা জানিয়েছেন সিনেমা হলে তারা যাবেন হুব্বা দেখতে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hubba: আবার ফিরছে হুব্বা শ্যামল! কী বলছেন এলাকার মানুষ? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement