Who Is KK: 'রূপঙ্কর বোধহয় কেকে বলতে কমল কান্তকে বুঝিয়েছেন' কিশোর কুমার নয় তো?'! গভীরে গিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা সুদীপ

Last Updated:

Who Is KK: কে এই কেকে? রূপঙ্কর ঠিক কাকে বোঝাতে চেয়েছেন? কোনও মাচার শিল্পীর কথা বলছেন কী? নাকি কিশোর কুমার? গভীরে গিয়ে রূপঙ্কের মন্তব্যের রহস্য খুঁজলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়!

#কলকাতা:  প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছিল নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালিন সময়ে একবার বুকে ব্যথা অনুভব করেন তিনি। সত্যিই যে কষ্ট হচ্ছিল কেকে-র তা শেষ ভিডিও সামনে আসতেই আরও স্পষ্ট। সেখানে দেখা যাচ্ছে ঘামে ভিজে আছেন গায়ক। অনুষ্ঠান শেষ করেই হাতের মাইক ফেলে দিয়ে নিজের রক্ষীর হাত চেপে ধরেন। তাঁকে সঙ্গে সঙ্গে মঞ্চের বাইরে নিয়ে যাওয়া হয়। সে সময় একেবারে ক্লান্ত কেকে। সকলকে চোখের জলে ভিজিয়ে চলে গেলেন গায়ক। অন্যদিকে ঠিক এর আগেই ভাইরাল হয় গায়ক রূপঙ্কর বাগচীর একটি ভিডিও!
সেখানে খানিকটা ব্যাঙ্গাত্বক ভাবেই রূপঙ্কর বলেন, "হু ইজ কেকে?" এবং বলেন বাংলার শিল্পীরা এবং তিনি নিজেও অনেক ভাল গান করেন। কই তাঁদের নিয়ে তো এই উন্মাদনা হয় না। এক কথায় কেকে-কেই ছোট করে দেখান তিনি! মুখের অভিব্যক্তি তো তাই বলছে। এর পরেই কাকতালীয় ভাবে ঘটে যায় অঘটন। এই দিনেই কেকের জীবন শেষ হয়। আর ঠিক তারপর থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। ক্ষোভে রূপঙ্করকে বয়কট করার ডাক দেন নেটিজেনরা! টলি পাড়ার বহু শিল্পী তীব্র নিন্দা করেন রূপঙ্কের এই মন্তব্যের। ভাস্বর, পৌষালি, রূপাঞ্জনা নাম করে শিল্পীর এই মন্তব্যের সমালোচনা করেন। এবার বাংলার আর এক টিভি ও সিনেমার অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় খুঁজলেন রূপঙ্কের বক্তব্যের গভীরের অর্থ।
advertisement
advertisement
সুদীপ তাঁর ফেসবুক পেজে লাইভ এসে বলেন, " কেকে- কে? রূপঙ্কর বাগচীর এই মন্তব্যে আমি অবাক হয়ে গিয়েছি। কেকে-র 'পল' 'আলবিদা' ছাড়া তো আমাদের গেট টুগেদার সম্পূর্ণ হয় না। দেশের ইউথদের মুখে মুখে ফেরে কেকে-র গান। সেই কেকে কিনা কে?" এর পরেই সুদীপ রূপঙ্করের গাওয়া গান 'গভীরে যাও' এর দু'লাইন গেয়ে গায়কের মন্তব্যের গভীরে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, " আমার মনে হয় রূপঙ্কর তো অনেক মাচায় গান করেন। তাই তিনি অন্য কোনও কেকে বোঝাতে চেয়েছেন। কেকে তো কিশোর কুমারও। আবার ওঁর সঙ্গে মাচায় গান গাওয়া কোনও শিল্পীর নাম হয়ত কৃষ্ণ কুমারি, বা কমল কান্ত, তারাও তো কেকে! তাদের গান হয়ত অতটা ভাল নয়, বোধহয় তাঁদের কথা বলতে চেয়েছেন!"
advertisement
এখানেই শেষ নয় অভিনেতা বলেন, " আজকাল রূপঙ্কর বাবু অভিনয় করছেন। আমার এবার চিন্তা বেড়ে গেল। শিল্পীদের জন্য চিন্তা হচ্ছে। আমি খুব ছোট পরিসরে কাজ করি। কিন্তু পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ি, আশিষ বিদ্যার্থী আছেন যাঁরা জাতীয় স্তরে দাপটের সঙ্গে কাজ করছেন। আমাদের স্বস্তিকা, যিশু, পরমব্রত, শ্বাশত, রাজেশ শর্মা জাতীয় স্তরে দাপটের সঙ্গে কাজ করছেন। এবার অভিনয় করতে এসে রূপঙ্কর এটা না বলে বসেন কে এরা? সেটাই ভয় পাচ্ছি।"
advertisement
শেষে তিনি একটি বড় কথা বলেন," ওড়িশায় শ্যুটে গিয়ে নাকি রূপঙ্কর ভুলে গেছেন তিনি সিনেমা না সিরিজের জন্য কাজ করতে এসেছেন। আমার মনে হয় তিনি খুব চাপে আছেন। মানসিক চাপ থেকেই তো নানা নেগেটিভিটি চলে আসে। রূপঙ্করের তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার। নয়তো আমরা আবার বাংলার এক বড় শিল্পীকে হারাবো। রেস্ট ইন পিস'" ! এভাবেই ভিডিওতে গভীর থেকে গভীরতম কথা তুলে ধরলেন অভিনেতা সুদীপ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Who Is KK: 'রূপঙ্কর বোধহয় কেকে বলতে কমল কান্তকে বুঝিয়েছেন' কিশোর কুমার নয় তো?'! গভীরে গিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা সুদীপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement