Viral Video: তুমুল নাচে মত্ত অভিষেক, নিজেকে সামলাতে না পেরে সিটে বসেই...! প্রকাশ্যে এটা কী করলেন ঐশ্বর্য? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: এবারের IIFA Award-এর আসরে যেন বসেছিল তারার হাট। শাহরুখ খান, ভিকি কৌশল এবং করণ জোহর ছিলেন সঞ্চালনার দায়িত্বে। আর গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

প্রকাশ্যে এটা কী করলেন ঐশ্বর্য?
প্রকাশ্যে এটা কী করলেন ঐশ্বর্য?
মুম্বই: এবারের IIFA Award-এর আসরে যেন বসেছিল তারার হাট। শাহরুখ খান, ভিকি কৌশল এবং করণ জোহর ছিলেন সঞ্চালনার দায়িত্বে। আর গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। আর বরাবরের মতো তাঁর সঙ্গী হয়েছিল কন্যা আরাধ্যা। তবে এবার এই ইভেন্টে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। বিষয়টা কিন্তু ভক্তদের নজর এড়ায়নি।
এবার IIFA Award-এর মঞ্চে ঐশ্বর্য বচ্চনের ঝলমলে উপস্থিতি নজর কেড়ে নিয়েছে সকলের। তবে ভক্তদের মনে কিন্তু এখনও রয়ে গিয়েছে ২০২২ সালের IIFA মুহূর্ত! আসলে সেবার IIFA Award-এর মঞ্চে দুর্দান্ত একটা নাচ উপহার দিয়েছিলেন অভিষেক। যা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন অভিনেতার স্ত্রী-কন্যাও।
advertisement
advertisement
আর অভিষেকের নাচের সেই ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, দশভি ছবির মচা মচা রে গানে দুর্ধর্ষ নাচতে দেখা গিয়েছিল অমিতাভ-জয়ার পুত্রকে। মঞ্চে যখন গানের তালে পা মেলাচ্ছেন অভিনেতা, সেই সময় দর্শকাসন থেকে তাঁর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ঐশ্বর্য এবং আরাধ্যাকে। একটি আবেগঘন ক্লিপে ঐশ্বর্যকে অভিষেকের উদ্দেশ্যে বলতে শোনা যায় যে, ‘ইউ রকড ইট, বেবি!’ আর এটা বলার সময় গানের তালে রীতিমতো শরীর দুলছিল ঐশ্বর্য আর আরাধ্যার। এরপর নাচতে নাচতেই স্ত্রী-কন্যার দিকে হেঁটে আসতে দেখা যায় অভিষেককে। একসঙ্গে নেচে ক্যামেরায় ধরা দেন তিনি। তিন জনের সেই নাচের মুহূর্তই ধরা পড়েছে ক্যামেরায়। যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরাও।
advertisement
advertisement
IIFA-তে গ্রিন কার্পেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রীতিমতো এক সাংবাদিকের মুখ বন্ধ করে দিয়েছেন রাইসুন্দরী। আসলে ওই সাংবাদিক ঐশ্বর্যাকে বলেছিলেন, আরাধ্যা সব সময় আপনার সঙ্গে থাকে। তাই সে সেরাটাই শিখছে। প্রশ্ন শুনে হাওয়ায় রীতিমতো হাত ছুড়ে এর যোগ্য জবাব দেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তিনি বলেন যে, “ওহ! ও তো আমার কন্যা। তাই ও সব সময় আমার সঙ্গেই থাকবে।”
advertisement
এদিকে অবশ্য অভিষেক আর ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া। জল্পনা চলছে, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকাদম্পতি। কারণ অভিষেক কিংবা বচ্চন পরিবারের সঙ্গে সেভাবে আর দেখা যায় না ঐশ্বর্যকে। বরং তাঁর সব সময়ের সঙ্গী কন্যা আরাধ্যাই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: তুমুল নাচে মত্ত অভিষেক, নিজেকে সামলাতে না পেরে সিটে বসেই...! প্রকাশ্যে এটা কী করলেন ঐশ্বর্য? তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement