সবার সামনে কেঁদে ফেললেন ‘কমেডি কুইন’ ভারতী, কিন্তু কেন?

Last Updated:
#মুম্বই: তিনি এ দেশের ‘কমেডি কুইন’৷ তাঁর উপস্থিতি বিভিন্ন টেলিভিশন শোয়ে হাসির বাড়তি জোগান দেয় ৷ তিনি ভারতী সিং ৷
তবে, এবার তাঁরই চোখে জল এল ৷ কেঁদে ফেললেন ভারতী সিং। ক্যামেরার সামনে প্রকাশ্যে হাউ মাউ করে কেঁদে ভাসালেন টেলিভিশনের ‘কমেডি কুইন’। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি তবে অন্যভাবে।
বরাবরই এই অভিনেত্রী হাস্যকৌতুক চরিত্রে দেখা যায় ৷ অন্যান্য ধরনের চরিত্রে দেখা যায় না বিলকুল ৷ এটাই হয়তো তাঁর মনে, একটা দুঃখের বড় জায়গা ৷ কেউ তো তাঁর থেকে সিরিয়াস অভিনয় দেখতে চান না ৷ তাই মন খারাপ ভারতীর ৷ হাউহাউ করে কেঁদে ভাসালেন অভিনেত্রী ৷
advertisement
advertisement
advertisement
এখানেই শেষ নয় ৷ নিজের অভিনয় পারদর্শিতা বোঝানোর জন্য ক্যামেরার শরণাপন্ন হয়ে অভিনয় করে দেখান ভারতী। পাশাপাশি ‘হামারি আধুরি কাহানি’-র গানেই পোজ দিতে দেখা যায় ভারতী সিং-কে। ‘মিউজিক্যালি’ অ্যাপের মাধ্যমে বানালেন একটি ভিডিও ৷
ছোটবেলার বন্ধু হর্ষ লিম্বাচিয়াকে সম্প্রতি বিয়ে করেন ‘কমেডি কুইন’ ভারতী সিং। গোয়াতেই বসে ভারতী এবং হর্ষের বিয়ের আসর। যেখানে হাজির ছিলেন টেলিভিশন জগতের একাধিক বড় অভিনেতা। বিয়ের পর বেশ কিছুদিন সংসার সামলে ফের ক্যামেরার সামনে ফিরে আসেন ভারতী সিং।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সবার সামনে কেঁদে ফেললেন ‘কমেডি কুইন’ ভারতী, কিন্তু কেন?
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement