Bollywood Gossip: ‘আমার একটা চুমুই নাড়িয়ে দিয়েছিল...!’ শাবানার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার পর এ কী বলে বসলেন ধর্মেন্দ্র

Last Updated:

Bollywood Gossip: শুধু তা-ই নয়, এই ছবিতে যেন মূল আকর্ষণ হয়ে উঠেছিল ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীর আবেগঘন গভীর চুম্বনের দৃশ্য। যা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। এমনকী চমকে গিয়েছিলেন ভক্তরাও।

News18
News18
মুম্বই: বছর দু’য়েক আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। তবে এই ছবিটি সম্পূর্ণ অন্য এক কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। তাঁদের গভীর রসায়ন ভক্তদের মুগ্ধ করেছিলেন। শুধু তা-ই নয়, এই ছবিতে যেন মূল আকর্ষণ হয়ে উঠেছিল ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীর আবেগঘন গভীর চুম্বনের দৃশ্য। যা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। এমনকী চমকে গিয়েছিলেন ভক্তরাও।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই চুম্বনের দৃশ্য প্রসঙ্গে মুখ খুলেছেন ধর্মেন্দ্র। তিনি এই দৃশ্যটিকে নান্দনিক বলে আখ্যা দিয়েছিলেন। সেই সঙ্গে জোর দিয়ে এ-ও বলেন যে, প্রেম-ভালবাসার কোনও বয়স হয় না। অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে মজাদার আলাপচারিতার স্মৃতি হাতড়ে সংবাদ সংস্থা এএনআই-এর কাছে ধর্মেন্দ্র বলেন যে, “আমি রণবীরকে বলেছিলাম যে, রণবীর, ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’-তে তো তুই প্রচুর চুমু খেয়েছিস। আর আমার একটা চুমুই দর্শকদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল।”
advertisement
বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, ‘এক দিক থেকে দেখতে গেলে উনি (‘রকি অওর রানি প্রেম কাহানি’-তে ধর্মেন্দ্রর চরিত্র) অনেকটা দেবদাসের মতো। দেবদাস এমন এক চরিত্র ছিলেন, যিনি মদ্যপান করে ঘুরে বেড়াতেন, কোনও কিছু মনে রাখতে পারতেন না এবং এরপর তিনি মারা যান… গোটা বিষয়টাই ভীষণ রকম মর্মান্তিক। আর এটা ছিল একটি ভাল গল্প।’
advertisement
advertisement
যদিও করণ জোহর পরিচালিত এই ছবির ওই চুম্বন দৃশ্য নিয়ে এই প্রথম নয়, এর আগেও মুখ খুলেছিলেন ধর্মেন্দ্র। আগে News18 Showsha-র সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি শুনতে পাচ্ছি যে, আমি আর শাবানা চুম্বনের দৃশ্যের মাধ্যমে দর্শকদের চমকে দিয়েছি। আবার একই সঙ্গে তাঁরা এর বিশেষ প্রশংসাও করেছেন। আমার মনে হয় যে, দর্শকরা এমনটা আশা করেননি। আচমকাই যেন এটি হয়ে গিয়েছিল। যার কারণে এটি প্রভাব বিস্তার করেছিল। এর আগে শেষ বার আমি ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিতে চুম্বনের দৃশ্য করেছিলাম নাফিসা আলির সঙ্গে। আর সেই সময়েও মানুষ এর প্রশংসা করেছিলেন।’
advertisement
ধর্মেন্দ্র বলে চলেন, ‘করণ যখন দৃশ্যটা আমাদের সামনে বর্ণনা করেন, তখন আমি উচ্ছ্বসিত হইনি। আমরা বিষয়টা বুঝেছিলাম এবং আমার উপলব্ধি ছিল যে, এটা এমন একটা বিষয়, যেটা ছবিটির প্রয়োজন ছিল। জোর করে কখনওই এটাকে রাখা হয়নি। তাই আমি বলেছিলাম যে, আমি করব। সেই সঙ্গে আমি এ-ও বিশ্বাস করি যে, প্রেমের কোনও বয়স হয় না। বয়স কেবল সংখ্যা মাত্র! আর যে কোনও বয়সের দুটো মানুষ একে অপরের প্রতি চুম্বনের মাধ্যমে ভালবাসা প্রকাশ করতে পারেন। শাবানা এবং আমি দু’জনেই তা করার সময় একেবারেই অপ্রস্তুত হইনি। কারণ এটাকে খুবই নান্দনিকতার সঙ্গেই শ্যুট করা হয়েছিল।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: ‘আমার একটা চুমুই নাড়িয়ে দিয়েছিল...!’ শাবানার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার পর এ কী বলে বসলেন ধর্মেন্দ্র
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement