Mouni Roy: কেলেঙ্কারির একশেষ ভরা রাস্তার মধ্যে ছিঁড়ে গেল পোশাকের দড়ি! বিয়ের খবরের মধ্যে Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mouni Roy: নাগিন খ্যাত বঙ্গললনা রাস্তা দিয়ে জামা ধরে ছুটছেন৷ দেখে নিন ওয়ার্ড্রোব ম্যালফাংশনের (Wardrobe Malfunction) সেই ভাইরাল ভিডিও (Viral Video) ৷
#মুম্বই: কেলেঙ্কারির একশেষ! সবে সামনে এসেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়ের বিয়ের খবর (Mouni Roy Marriage)৷ বলিউডে (Bollywood) এখন বিয়ের মরসুম। এবার এই তালিকা অনুযায়ি মৌনী রায়ও (Mouni Roy Marriage) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন৷ এই খবর সামনে আসার পরেই মৌনী রায়ের ফ্যানরা তাঁকে নিয়ে ফের একবার রিসার্চ শুরু করেছেন৷ আর সেই কেঁচো খুঁড়তে গিয়েই একেবারে কেউটের মতো সামনে এসেছে মৌনী রায়ের পোশাক খুলে যাওয়ার ভিডিও৷ যাকে এক কথায় বলে ওয়ার্ড্রোব ম্যালফাংশন (Wardrobe Malfunction) ৷ মুহূর্তেই মৌনী রায়ের (Mouni Roy) সেই ঘটনা ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে গেছে৷
এই ভিডিওটি বেশ খানিকটা পুরনো যেখানে দেখা যাচ্ছে নাগিন খ্যাত বঙ্গললনা রাস্তা দিয়ে জামা ধরে ছুটছেন৷ দৌড়ে দৌড়ে তিনি গাড়িতে উঠে বসলেন ৷ তারপর আবার পোশাক ঠিক করে তারপর গাড়ি থেকে নেমে সব কাজ করলেন৷ রাস্তার মধ্যে একজন মহিলার পোশাকের দড়ি খুলে গেলে নিঃসন্দেহে অত্যন্ত লজ্জার৷ দেখে নিন ওয়ার্ড্রোব ম্যালফাংশনের (Wardrobe Malfunction) সেই ভাইরাল ভিডিও (Viral Video) ৷
advertisement
advertisement
advertisement
মৌনী রায় (Mouni Roy)। চিরকালই নিজের ব্যক্তিগত জীবন গোপনে রেখেছিলেন মৌনী। কিন্তু তবুও বহুবার বিভিন্ন গুজব তৈরি হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে। এবার জানা যাচ্ছ, দুবাইবাসী প্রেমিক সুরজ নাম্বিয়ারকে বিয়ে করতে চলেছেন মৌনী, এক সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি বিয়ে করছেন মৌনী (Mouni Roy Marriage)।
advertisement
আরও পড়ুন - Mother saves Son: কুর্নিশ মা, ৬ বছরের ছেলেকে বাঁচাতে leopard- র পিছনে এক কিলোমিটার ছুটলেন মা, তারপর...
২৬ জানুয়ারি প্রি ওয়েডিং কিছু অনুষ্ঠান রয়েছে। বিয়ের আসর বসবে ইতালি অথবা দুবাইতে। জানিয়েছেন মৌনীর আত্মীয়রা। তাঁরাই সংবাদমাধ্যমের কাছে মৌনীর বিয়ের (Mouni Roy Marriage) খবর প্রকাশ্যে এনেছেন। তবে শুধু বিদেশেই নয়। দেশেও হবে বিয়ের অনুষ্ঠান। তাও আবার এই বাংলাতেই। মৌনীর দেশের বাড়ির কোচবিহারে। বিয়ের পরে রিসেপশনের আয়োজন করা হয়েছে।
advertisement
এইসব খবর নিয়ে যখন চারদিক ভাইরাল তখন হঠাৎ করেই রাস্তার মধ্যে মৌনী রায়ের পোশাক খুলে যাওয়া নিঃসন্দেহে অত্যন্ত লজ্জার৷ বঙ্গ অভিনেত্রী নাগিন দিয়ে বলিউডে ছাপ রেখেছেন৷ তাঁর সৌন্দর্য্যের দিওয়ানা প্রচুর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2021 4:22 PM IST