মঞ্চে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন নেহা, দর্শকাসন থেকে ‘গো ব্যাক’ স্লোগান! মেলবোর্নে ধুন্ধুমার

Last Updated:

Neha Kakkar Breaks Down After Arriving 3 Hours Late In Melbourne Show: অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন গায়িকা নেহা কক্কর। মেলবোর্নে শো ছিল। কিন্তু ৩ ঘণ্টা দেরিতে পৌঁছন। ধৈর্যের বাঁধ ভেঙে যায় দর্শকদের। নেহা মঞ্চে উঠতেই শুরু হয় চিৎকার চেঁচামেচি।

মঞ্চে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন নেহা, দর্শকাসন থেকে ‘গো ব্যাক’ স্লোগান!
মঞ্চে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন নেহা, দর্শকাসন থেকে ‘গো ব্যাক’ স্লোগান!
মেলবোর্ন: মঞ্চে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন নেহা কক্কর। হাতে মাইক। চোখে জল। কান্না থামছে না কিছুতেই। দর্শকাসন থেকে ‘গো ব্যাক’ ‘গো ব্যাক’ চিৎকার ভেসে আসছে। কান্না ভেজা চোখে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছেন নেহা। এমনই ছবি দেখা গেল মেলবোর্নের একটি কনসার্টে।
অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন গায়িকা নেহা কক্কর। মেলবোর্নে শো ছিল। কিন্তু ৩ ঘণ্টা দেরিতে পৌঁছন। ধৈর্যের বাঁধ ভেঙে যায় দর্শকদের। নেহা মঞ্চে উঠতেই শুরু হয় চিৎকার চেঁচামেচি। গায়িকা অবশ্য প্রথমেই ক্ষমা চেয়ে নেন, “আপনারা খুব মিষ্টি। অনেক ধৈর্য। আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন। আমার কাছে এটা অনেক। আমি দুঃখিত। এই সন্ধ্যাটা আজীবন মনে রাখব। আপনাদের মূল্যবান সময় বের করে আমার জন্য এসেছেন। এই দিন বৃথা যাবে না।“
advertisement
advertisement
কিন্তু শুকনো কথায় চিঁড়ে ভেজেনি। দর্শকরা রীতিমতো গালিগালাজ শুরু করে দেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে এক দর্শক চিৎকার করে বলছেন, “গো ব্যাক, নিজের হোটেলেই থাকুন।“ আরেকজন রীতিমতো শাঁসান নেহাকে, “এটা ভারত নয়, এটা অস্ট্রেলিয়া।“ কেউ কেউ বলতে থাকেন, “৩ ঘণ্টা ধরে অপেক্ষা করছি, এখন আপনার আসার সময় হল?” আরেকজন রীতিমতো কটাক্ষের সুরে বলেন, “খুব ভাল অভিনয় করলেন। তবে মনে রাখুন, এটা ইন্ডিয়ান আইডল নয়। আপনি ছোট ছোট বাচ্চাদের সামনে পারফর্ম করছেন না।’’
advertisement
মেলবোর্নে কনসার্টের আগে সিডনিতেও শো ছিল নেহার। সেখানে অবশ্য কোনও ঝামেলা হয়নি। শো-এর কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন গায়িকা। সঙ্গে লিখেছেন, “ধন্যবাদ সিডনি, আজ রাতে মেলবোর্নে নেহা কক্কর লাইভ।’’
advertisement
অনুরাগীদের অনেকেই অবশ্য নেহার পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা করেছেন গায়িকার। একজন লিখেছেন, “আপনার কন্ঠ, আপনার উপস্থিতি, আপনার এনার্জি, সবকিছুই অন্য লেভেলের। আপনিই সেরা ম্যাম।“ আরেক নেহা অনুরাগীর বক্তব্য, “আপনার মতো মিষ্টি মানুষ আর দেখিনি। আপনার সঙ্গে পারফর্ম করতে পারা স্বপ্ন।’’
advertisement
কয়েকদিন আগে কেক কেটে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন করেছিলেন নেহা কক্কর। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। নেহার সঙ্গে ছিলেন তাঁর বোন সোনু কক্কর এবং ধনশ্রী ভার্মা। কেক কাটার পর সবাই একসঙ্গে নাচেনও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধনশ্রী লিখেছিলেন, “ভালবাসা, দয়া এবং শ্রদ্ধা, সর্বদা। কৃতজ্ঞ।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মঞ্চে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন নেহা, দর্শকাসন থেকে ‘গো ব্যাক’ স্লোগান! মেলবোর্নে ধুন্ধুমার
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement