বক্স অফিস কাঁপিয়ে দেবে ‘ওয়ার ২’? কেমন হল হৃতিক, জুনিয়র এনটিআর আর কিয়ারার অ্যাকশন-প্যাকড এই থ্রিলার? পড়ে ফেলুন 'প্রথম রিভিউ'

Last Updated:

‘ওয়ার ২’ মুক্তি পেয়েছে ১৪ অগাস্ট ২০২৫ তারিখে। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বক্স অফিসে যে দুর্ধর্ষ ফলাফল দেবে এই ছবি, সেটা প্রত্যাশা করে রয়েছেন ভক্তরা।

News18
News18
মুক্তি পেল হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণী অভিনীত বহু প্রতীক্ষিত ‘ওয়ার ২’। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বক্স অফিসে সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’-র সঙ্গে জোর টক্কর দিতে চলেছে অ্যাকশন-প্যাকড এই থ্রিলারটি। কেমন হল ছবিটি?
মিশ্র এবং প্রাথমিক প্রতিক্রিয়া:
একটি রিভিউয়ে লেখা হয়েছে, “দারুণ অ্যাকশন সিকোয়েন্স। ছবিটিকে নিজের কাঁধে টেনে নিয়ে গিয়েছেন হৃত্বিক। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন জুনিয়র এনটিআর। দুই সুপারস্টারের ডান্স ফেসঅফ দেখার মতো ছিল। টাইগার শ্রফকে মিস করবেন অনেকেই।”  অন্য একটি রিভিউয়ে লেখা হয়েছে, “War2 নিশ্চিতভাবে হিট। দুই সুদর্শন পুরুষের মধ্যে দেখা যাবে এক ম্যাজিক্যাল কেমিস্ট্রি, তাঁদের মারকাটারি অ্যাকশন এবং দুর্ধর্ষ নাচের ভঙ্গিমা।”
advertisement
advertisement
অভিনয় এবং অ্যাকশনে মুগ্ধ হয়েছেন ভক্তরা:
আরেকজন লিখেছেন, ‘১৫ মিনিট পরে ইন্ট্রো? তবে এটা তাঁর অন্যতম সেরা এন্ট্রি ছিল। এখানে কোনও বিতর্কই নেই। প্রথম ভাগটা তো সম্পূর্ণ ভাবে তিনিই দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখানেই রয়েছে ট্যুইস্ট। হৃতিক রোশনের দ্বিতীয় ভাগের দুর্ধর্ষ অভিনয় ওয়ার ১-কেও ছাপিয়ে গিয়েছে। সেটা সকলেরই নজর কাড়বে। অ্যাকশনের দৃশ্য? মাইন্ড ব্লোয়িং। ক্লাইম্যাক্স? পুরো গায়ে কাঁটা দেবে। আর ইমোশনাল সিকোয়েন্স? এটাই ছবির আসল প্রাণ। অনেকেই বলছেন যে, এটাই গোটা গল্পটাকে বাঁচিয়ে দেবে।’
advertisement
পোস্ট-ক্রেডিট দৃশ্য:
‘ওয়ার ২’ মুক্তি পেয়েছে ১৪ অগাস্ট ২০২৫ তারিখে। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বক্স অফিসে যে দুর্ধর্ষ ফলাফল দেবে এই ছবি, সেটা প্রত্যাশা করে রয়েছেন ভক্তরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
বক্স অফিস কাঁপিয়ে দেবে ‘ওয়ার ২’? কেমন হল হৃতিক, জুনিয়র এনটিআর আর কিয়ারার অ্যাকশন-প্যাকড এই থ্রিলার? পড়ে ফেলুন 'প্রথম রিভিউ'
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement