Waheeda Rehman: দাদাসাহেব ফালকে-তে সম্মানিত হবেন ওয়াহিদা রহমান, পদ্মশ্রী, পদ্মভূষণ, জাতীয় পুরস্কারের পর মুকুটে নয়া পালক

Last Updated:

Waheeda Rehman: মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এক্স-এ (আগে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) এই খবর প্রকাশ করেন। বর্ষীয়ান অভিনেত্রী এর আগে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন অভিনেত্রী ওয়াহিদা রহমান।
দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন অভিনেত্রী ওয়াহিদা রহমান।
মুম্বই: দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন অভিনেত্রী ওয়াহিদা রহমান। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এক্স-এ (আগে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) এই খবর প্রকাশ করেন। বর্ষীয়ান অভিনেত্রী এর আগে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
অনুরাগ ঠাকুরের পোস্টে লেখা, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়াহিদা রহমানের অবদান এবং তাঁর দৃষ্টান্তমূলক উত্সর্গ, প্রতিশ্রুতি এবং একজন ভারতীয় নারীর ক্ষমতায়নের জন্যই দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য ওয়াহিদা রহমানজিকে এবছর দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হচ্ছে। আর এই ঘোষণা করে আমি নিজেই অত্যন্ত আনন্দ পেয়েছি।’
advertisement
advertisement
advertisement
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও লিখলেন, ‘ওয়াহিদাজি হিন্দি চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘চৌধাভি কা চাঁদ’, ‘সাহেব বিবি অউর গুলাম’, ‘গাইড’, ‘খামোশি’ ইত্যাদি। পাঁচ দশকেরও বেশি সময়ে তিনি তাঁর কর্মজীবনে একেকটি চরিত্রকে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। আর সে কারণেই ‘রেশমা অ্যান্ড শেরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ওয়াহিদাজি তাঁর নিষ্ঠার নজির গড়েছেন। একজন ভারতীয় নারীর শক্তির উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম করে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্তর অর্জন করা যায়।’
advertisement
অনুরাগ ঠাকুর তাঁকে অসংখ্য অভিনন্দন জানান তাঁর পোস্টেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Waheeda Rehman: দাদাসাহেব ফালকে-তে সম্মানিত হবেন ওয়াহিদা রহমান, পদ্মশ্রী, পদ্মভূষণ, জাতীয় পুরস্কারের পর মুকুটে নয়া পালক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement