'বলিউড খুব কঠোর, সুশান্তের যন্ত্রণাটা বুঝি', অবসাদের কথা বলতে গিয়ে বিস্ফোরক বিবেক

Last Updated:

অভিনেতার ব্যক্তিজীবনের টানাপড়েনের ছাপ পড়েছিল পেশাগত ক্ষেত্রেও। বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিবেক।

#মুম্বই: ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুর পথটা বেশ মসৃণ ছিল। হাতেখড়িতেই মিলেছিল সাফল্য। প্রথম ছবি থেকেই অভিনয়ের প্রশংসিত হয়েছিলেন বিবেক ওবেরয়। ভাল সময় যদিও দীর্ঘস্থায়ী হয়নি। অভিনেতার ব্যক্তিজীবনের টানাপড়েনের ছাপ পড়েছিল পেশাগত ক্ষেত্রেও। বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিবেক। তাঁর অভিযোগ, দলাদলির কারণে ইন্ডাস্ট্রিতেও 'কোণঠাসা' করে দেওয়া হয় তাঁকে।
জীবনের সেই অন্ধকার অধ্যায় নিয়ে সম্প্রতি কথা বললেন বিবেক। জানালেন, পেশাগত জীবনের নানা জটিলতার কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েন অভিনেতা। দু:সময়ে পাশে পেয়েছিলেন পরিবারকে। তিনি বলেন, "ইন্ডাস্ট্রি অনেক সময়ে খুব নির্দয় হয়ে ওঠে। কিছু মানুষের ভালবাসা আমাকে বাঁচিয়ে রেখেছিল সেই সময়ে। না হলে নিজেকে হারিয়ে ফেলছিলাম।"
নাম না করেই ইন্ডাস্টির একাংশকে কাঠগড়ায় তুলে বিবেক জানান, সুপরিকল্পিত ভাবে তাঁকে অবসাদের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। নৈরাশ্য একটু একটু করে গ্রাস করছিল তাঁকে। সেই সময়ে স্ত্রী প্রিয়াঙ্কা আলভা ছিলেন তাঁর একমাত্র সঙ্গী। বিবেক বলেন, "এই অভিজ্ঞতার কারণেই সুশান্ত বা ওঁর মতো অন্যদের যন্ত্রণাটা অনুভব করতে পারি। ইন্ডাস্ট্রি খুব কঠোর। ওরা মিথ্যেটা এত জোর দিয়ে বলবে যে সেটাকেই সত্যি মনে হবে।"
advertisement
advertisement
দু:সময় কাটিয়ে উঠেছেন বিবেক। মনের জোরে ঘুরে দাঁড়িয়েছেন ফের। আপতত তাঁর হাতে একগুচ্ছ কাজ। সব মিলিয়ে এখন বেজায় ব্যস্ত অভিনেতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বলিউড খুব কঠোর, সুশান্তের যন্ত্রণাটা বুঝি', অবসাদের কথা বলতে গিয়ে বিস্ফোরক বিবেক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement