#মুম্বই: বিপাকের মুখে পড়ল মোদির বায়োপিকের শ্যুটিং ৷ শ্যুটিং করতে গিয়ে ছবির নায়ক বিবেক ওবেরয় গুরুতর আহত হওয়ায় বন্ধ হল ছবির শ্যুটিং ৷
জানা গিয়েছে, সম্প্রতি উত্তরাখন্ডের চলছিল এই ছবির শ্যুটিং ৷ সেখানই বরফের ওপর হাঁটতে গিয়েই আহত হন বিবেক ওবেরয় ৷ পায়ের তলায় গাছের ডালের এক অংশ ঢুকে যাওয়াতেই বিপত্তি ঘটে ৷ তবে চিকিৎসক জানিয়েছেন আপাতত সুস্থ রয়েছেন বিবেক ৷ খুব শীঘ্রই শ্যুটিং ফের শুরু হবে ৷
জানা গিয়েছে, উত্তরখন্ডের বরফ মোড়া ধারালি গ্রামকেই তৈরি করা হচ্ছে শ্রীনগরের লালচৌক ৷ আর সেই প্রেক্ষাপটেই ছবির শ্যুটিং চলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Modi Biopic, Narendra Modi, Vivek Oberoi