'ওয়াই' ক্যাটাগরির নিরাপত্তায় বিবেক! করদাতাদের টাকায় দেখনদারি! ক্ষুব্ধ নেটিজেনরা
- Published by:Teesta Barman
Last Updated:
'দ্য কাশ্মীর ফাইলস' ফিল্ম মুক্তির পরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবেককে সিআরপিএফ সমেত 'ওয়াই' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। তিনি আপাতত তাঁর আগামী ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর কাজ শুরু করেছেন।
#মুম্বই: ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার বলয়ে বিবেক অগ্নিহোত্রী। 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালককে নিজেই একটি ভিডিও শেয়ার করেন ট্যুইটারে। যেখানে দেখা যাচ্ছে, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চারদিকে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছেন তাঁকে।
সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'কাশ্মীরে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা দেখানোর জন্য এই দাম চোকাতে হচ্ছে আমাকে। তাও এমন একটি দেশে, যেখানে হিন্দুরাই সংখ্যাগুরু। বাকস্বাধীনতা না কী!'
The price one has to pay to show the Genocide of Hindus in Kashmir. In a Hindu majority country. Freedom of expression, ha! #ImprisonedInOwnCountry #Fatwa pic.twitter.com/9AZUdbTyca
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) December 23, 2022
advertisement
advertisement
এই ভিডিও পোস্ট করার পর থেকেই সমালোচনার মুখে পড়েন পরিচালক। নেটিজেনদের অনেকেই খুশি নন তাঁর সুরক্ষার বহরে।
The price is being paid by the ordinary taxpayers of this country and you are flaunting your security paid by them. There is no security concern for you. And if at all it is, why don’t you hire private security, you aren’t a public representative. Pay for your luxury.
— Jyoti Mohanty (@Jyoti20921271) December 23, 2022
advertisement
তাই তাঁদের বক্তব্য, 'আমাদের আয়করের টাকায় এসব করছেন। ভিডিও দিয়ে আর দেখাতে হবে না সে সব।' কেউ লিখেছেন, 'করদাতাদের টাকা নষ্ট করা হচ্ছে এভাবে।' কারও লেখায়, 'আপনার নিরাপত্তার অভাব ঘটেনি। আর যদি সত্যিই এত অসুবিধা হত, তা হলে নিজস্ব নিরাপত্তারক্ষী রাখেননি কেন? আপনি তো আর সরকারি কর্মচারী নন, তা হলে নিজের বিলাসবহুল জীবনযাত্রার জন্য নিজেই টাকা খরচ করুন।'
advertisement
'দ্য কাশ্মীর ফাইলস' ফিল্ম মুক্তির পরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবেককে সিআরপিএফ সমেত 'ওয়াই' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। তিনি আপাতত তাঁর আগামী ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর কাজ শুরু করেছেন। কোভিড ১৯ অতিমারির সময়ে টিকাদান কর্মসূচি, ষড়যন্ত্র এবং বিভিন্ন চ্যালেঞ্জের গল্প বলবে এই ছবি। আগামী বছর স্বাধীনতা দিবসের দিন ১০টিরও বেশি ভাষায় মুক্তি পাবে এই ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2022 4:57 PM IST