Virat Kohli-Anushka Sharma: কার মতো দেখতে হয়েছে বিরুষ্কার ছেলে অকায়? দিদি ভামিকার সঙ্গে প্রথমবার রাখিতে ভাইরাল হল আদুরে মুহূর্ত, না দেখলেই মিস...!

Last Updated:

Virat Kohli-Anushka Sharma: চলতি বছর ফেব্রুয়ারি মাসে লন্ডনেই জন্ম হয়েছিল তারকা জুটি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির পুত্র অকায়ের। বর্তমানে পরিবার নিয়ে ব্রিটেনেই রয়েছেন অভিনেত্রী।

মুম্বইঃ চলতি বছর ফেব্রুয়ারি মাসে লন্ডনেই জন্ম হয়েছিল তারকা জুটি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির পুত্র অকায়ের। বর্তমানে পরিবার নিয়ে ব্রিটেনেই রয়েছেন অভিনেত্রী। এদিকে গত ১৯ অগাস্ট ছিল রাখিবন্ধন উৎসব। ফলে দিদি ভামিকার সঙ্গে প্রথম রাখি উদযাপন করল অকায়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই আবেগঘন মুহূর্তই ভাগ করে নিলেন অনুষ্কা।
আরও পড়ুনঃ ‘সলমন-শাহরুখ-হৃতিক সত্যিই সুপুরুষ ও সুন্দর’, খোলা মনে প্রশংসা করে এটা কী বললেন আমির? জল্পনা তুঙ্গে
ওই পোস্টে নিজেদের বাড়িতেই রাখিবন্ধন উৎসবের ঝলক ভাগ করে নিয়েছেন অনুষ্কা। ছবিতে দেখা যাচ্ছে, দুটো মিষ্টি দেখতে গাড়ির আকৃতির রাখি। দু’ধারে রয়েছে দু’টো দড়িও। আর গাড়ির চাকার জায়গায় রয়েছে কালো-সাদা বোতাম। উলের তৈরি রাখিতে আবার লাগানো রয়েছে গুগলি চোখও। একটা রাখি সবুজ আর অন্যটা আবার কমলা। ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, শুভ রাখি বন্ধন। সঙ্গে দিয়েছেন গোলাপি রঙা হার্ট ইমোজিও। অনুষ্কার পোস্টে যেন প্রতিফলিত হচ্ছে উৎসবের আনন্দ।
advertisement
এমনিতে হামেশাই ইনস্টাগ্রামে সন্তানদের বেড়ে ওঠার নানা মুহূর্ত ভাগ করে নেন অনুষ্কা। চলতি মাসের গোড়ার দিকেই অকায় এবং ভামিকার একটি মজার ছবি প্রকাশ করেছিলেন তিনি। সেখানে দেখা যায়, রঙিন পপসিকলস উপভোগ করছে ভামিকা আর অকায়। এর পাশাপাশি ছবিতে দেখা যাচ্ছিল, বাটি ভর্তি শসা আর গাজরও রয়েছে। আর ছোট্ট হাত দিয়ে অকায় সেটা ধরতে চাইছে।
advertisement
advertisement
এমনিতে বিয়ে এবং পারিবারিক জীবন নিয়ে অনুষ্কা বরাবরই অকপটে নিজের বক্তব্য রেখে এসেছেন। ২০১২ সালে সিমি গরেওয়ালের শো-এ উপস্থিত হয়ে তিনি বিবাহের তাৎপর্য আলোচনা করেছিলেন। এমনকী এ-ও জানিয়েছিলেন যে, একবার বিয়ে হয়ে গেলে তিনি কাজের তুলনায় পরিবারকে বেশি গুরুত্ব দেবেন। এদিকে ২০১৭ সালে ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনুষ্কা। তাঁদের প্রেমকাহিনি তো সকলেরই জানা। এরপর ২০২১ সালের ১১ জানুয়ারি জন্মায় তাঁদের কন্যা ভামিকা। আর এরপর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁদের জীবনে আসে পুত্র অকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Virat Kohli-Anushka Sharma: কার মতো দেখতে হয়েছে বিরুষ্কার ছেলে অকায়? দিদি ভামিকার সঙ্গে প্রথমবার রাখিতে ভাইরাল হল আদুরে মুহূর্ত, না দেখলেই মিস...!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement