Virat Kohali : কপিল শর্মার শো দেখার জন্য অধিনায়ক খরচ করেছিলেন ৩ লক্ষ টাকা!

Last Updated:

২০১৪ সালে এই কমেডি শো-এ অতিথি হিসেবে অংশ নেন বিরাট কোহলি (Virat Kohali)

মুম্বই : বলিউড ও ক্রিকেট বহু বারই মিলেমিশে একাকার হয়ে যায় ৷ হিন্দি ছবির জগতের অনেকেই অংশ নেন বিনোদনের মঞ্চে ৷ কপিল শর্মার (Kapil Sharma) শো সেরকমই একটি জনপ্রিয় অনুষ্ঠান ৷
২০১৪ সালে এই কমেডি শো-এ অতিথি হিসেবে অংশ নেন বিরাট কোহলি (Virat Kohali )৷ সেই ভিডিয়ো ক্লিপটি এখন নতুন করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে কোহলি বলেছেন, কপিল শর্মার এই শো তিনি খুব পছন্দ করেন ৷ এমনকি, অবসরে দলের সদস্যদের সঙ্গে অধিনায়ক এই শো উপভোগ করেন বলেও জানান ৷
একবার এই শো-এর প্রেমের জন্য বড় রকমের মাশুলও দিতে হয়েছিল কোহলিকে ৷ তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে গিয়ে খেলার বাইরে একঘেয়ে লাগছিল তাঁর ৷ মনে হয়েছিল, কপিল শর্মার শো দেখবেন ৷ সেইমতো ফোনে দেখেওছিলেন ৷ কিন্তু তিনি জানতেন বিমানবন্দরের ওয়াইফাই ব্যবহার করছেন বুঝি ! খেয়াল করেননি নিজের মোবাইলের ডেটা ব্যবহার করছেন৷
advertisement
advertisement
হুঁশ ফেরে ভাইয়ের ফোনে ৷ দেশ থেকে ফোন করে তাঁর ভাই কোহালিকে জানান, তিনি তাঁর ফোনের ডেটা লিমিট শেষ করে ফেলেছেন ৷ শুধু তাই নয় ৷ সেলুলার ডেটা শেষ করে কপিল শর্মার শো দেখার জন্য কোহলিকে সে বার বিল দিতে হয়েছিল ৩ লক্ষ টাকা ! তবে এই শো এতই ভাল, তাঁর কোনও অনুশোচনা নেই ৷ মুক্তকণ্ঠে স্বীকার করেছেন তিনি ৷
advertisement
অতিথি বিরাটকে জিজ্ঞাসা করা হয় তাঁর সতীর্দের নিয়েও ৷ তিনি জানান, রোহিত শর্মা সবথেকে বেশি ঘুমোন ৷ জমিয়ে খেতে পারেন ঈশান্ত শর্মা ৷ একটানা অনেকক্ষণ ঘুমোতে পারেন মহম্মদ শামিও ৷ জানান কোহলি ৷ দলের অন্দরমহলের খবরের পাশাপাশি শো-এর সেই পর্বে কোহলি নকল করে দেখিয়েছিলেন অভিনেতা অনিল কপূরকেও ৷
এই মুহূর্তে বিরাটের টিম ইন্ডিয়া ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ৷ অন্যদিকে কপিল শর্মার শো আবার শুরু হওয়ার কথা ২১ অগাস্ট থেকে ৷ অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবির ইউনিটের শো-এর প্রথম অতিথি হওয়ার কথা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Virat Kohali : কপিল শর্মার শো দেখার জন্য অধিনায়ক খরচ করেছিলেন ৩ লক্ষ টাকা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement