Manike Mage Hithe | Viral Video: মানিকে মাগে হিথের তিব্বতী ভার্সন, সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল! শুনেছেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গানটি সারা বিশ্বে এমন তুমুল সাড়া ফেলেছে, এবং গায়িকা ইয়োহানি এখন তারকা (Manike Mage Hithe | Viral Video)।
#কলকাতা: বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং একটি গান। কোনও বাংলা গান নয়। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, স্প্যানিশ কোনওটাই নয়। আসমুদ্রহিমাচল মেতে উঠেছে শ্রীলংকার সিংহলি ভাষার মিষ্টি একটি গানের সুরে। ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি ডি' সিলভার (Yohani De Silva) 'মানিকে মাগে হিথে' (Manike Mange Hithe) এই গানটি এখনও পর্যন্ত শোনেননি, এমন নেটিজেন খুঁজে পাওয়া দুষ্কর। গানটি সারা বিশ্বে এমন তুমুল সাড়া ফেলেছে, এবং গায়িকা ইয়োহানি এখন তারকা (Manike Mage Hithe | Viral Video)।
এবার সেই গানেরই তিব্বতী ভার্সন মন জয় করেছে নেটিজেনের। গত মাসের শেষেই ইউটিউবে পোস্ট করা হয়েছে মানিকে মাগে হিথে গানটি (Manike Mage Hithe | Viral Video)। শিল্পী তেনজিং ডেকইয়ং, তেনজিং পাইক্স, উগেন নরবু ও তেনজিং মিলে গানটির সঙ্গে তিব্বতী র্যাপ মিশ্রণ করে দারুণ একটা ভার্সন তৈরি করেছেন। ইউটিউবে মুক্তি পাওয়ার পরই গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Manike Mage Hithe | Viral Video)। গানটি শুনলেই আপনি পায়ে তাল দিতে শুরু করবেন। ভিডিওটি প্রায় ৩৩ হাজারেরও বেশি ভিউজ পেয়েছে কম সময়ে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: 'মানিকে মাগে হিতে' গানে পা মেলালেন দুই শ্রীলঙ্কান কন্যা! জ্যাকলিন-ইয়োহানির ভিডিও মুহূর্তে ভাইরাল
আরও পড়ুন: এবার হিন্দি গান গেয়ে ফের ভাইরাল 'মানিকে মাগে হিতে' গায়িকা ইয়োহানি, শুনেছেন?
তেনজিং নামের ওই শিল্পী ইনস্টাগ্রােম গানটির একটি ভিডিও শেয়ার করেছেন আলাদা করে। ক্লিপটি দেখলে আপনার মন ভরে যেতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় মানিকে মাগে হিথের এই নতুন ভার্সন নেটিজেনের মন জয় করেছে। কয়েকদিন আগেই গানটির মার্কিনি ভার্সন নেটিজেনের মন জয় করেছিল। মার্কিন গায়ক এরিক হেনরি হেইনরিচস নিজের মতো করে মানিকে মাগে হিথে গানটিকে গেয়েছেন। ইংরেজি শব্দের মেলবন্ধনে গানটির একটি নতুন রূপ দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটি ভাইরাল হয়েছিল। অনেকেই আসল গানের চেয়েও এই গানটি বেশি শ্রুতিমধুর বলে দাবি করেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2021 9:03 PM IST