Viral Video-Urfi Javed: শরীরে একটা মাত্র দড়ি! কোথায় পোশাক? ভাইরাল হতে গিয়ে বিপদে উরফি জাভেদ!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video-Urfi Javed: পোশাক বিভ্রাট কাকে বলে! উরফিকে এই অবস্থায় আগে কেউ দেখেননি! ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন
মুম্বই: উরফি জাভেদকে নিশ্চয় চেনেন? না তিনি কোনও বড় সিনেমায় কাজ করেননি! ছোট পর্দায় সিরিয়াল করেছিলেন বেশ কয়েক বছর আগে! তারপর থেকে মডেলিং করেই তার রোজগার! মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন তিনি শুধু মাত্র মডেলিং ও তার নানা রকম ভিডিও থেকে! উরফি বিখ্যাত হয়েছেন তার পোশাকের জন্য! উদ্ভট পোশাক পরে অবলীলায় রাস্তায় বেরিয়ে পড়েন তিনি! আর এটাই তার স্টাইল।
কখনও উর্দ্ধাঙ্গে কিছু না রেখে সামান্য কাপড়ে বা কখনও ছবি দিয়ে বা কখনও দড়ি, বেল্ট নানান উদ্ভট জিনিসে স্তন বৃন্ত ঢেকে বেরিয়ে পড়েন! চলে যান শপিং মলের সামনে!
advertisement
আবার কখনও পৌঁছে যান বস্তি এলাকায়! তাকে দেখলেই পাপারাৎজিরা ক্যামেরা নিয়ে ছুটে আসেন! উরফি রোজ রোজ নতুন পোশাক পরেন! তবে এবার তিনি আর পোশাক পরেননি! দড়ি গায়ে জড়িয়ে হাত দিয়ে স্তন ঢেকে রাস্তায় ঘোরাঘুরি করতে শুরু করলেন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই তুমুল ভাইরাল হয়েছে! তবে উরফির এই সব ভিডিও দেখলে আজকাল নেটিজেনরা বিরক্তি প্রকাশ করছেন! অনেকেই উরফিকে বলেছেন, কেন করেন তিনি এমন! আবার কেউ কেউ বলেছেন, সস্তার পাবলিসিটি। তবে এসব সমালোচনাতে উরফির কিছু যায় আসে না! উরফি জানেন কীভাবে চর্চায় থাকতে হয়! বলিউডে তেমন কিছু না করেও উরফি কিন্তু রোজ খবরে থাকেন! শুধু মাত্র অবাক করা সব পোশাক পরে! আপাতত এই ভিডিও ভাইরাল!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 7:27 PM IST