#মুম্বই: বহু সমযে দেখতে পাওয়া গিয়েছে বলিউড সুন্দরীরা যেকোনও ফাংশন বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে নিজের পোশাকের জন্য বিপাকে পরেছেন ৷ প্রিয় পোশাক পরে সবার সামনে নিজেকে আরও সুন্দরী করে তোলার প্রচেষ্টায় বহু সময়েই সেই পোশাকই মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, বহু সময়ে সুন্দরীদের এমনই বেশ এক মুহূর্ত তাঁদের অপ্রস্তুত করেছে, সৃষ্টি হয়েছে অন্য এক পরিস্থিতির ৷
View this post on Instagram
এমনই এক ঘটনা সম্প্রতি ঘটেছে শিল্পা শেট্টি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) সঙ্গে ৷ তিনি একটি ইভেন্টে পৌঁছেছেন সংবাদ মাধ্যমের অনুরোধে বারেবারে পোজ দিচ্ছিলেন ৷ এতটা ঠিকই ছিল কিন্তু তারপরেই ঘটল বিপত্তি ৷ তাঁর সঙ্গে একটি দুর্ঘটনা ঘটতে ঘটতেও ঘটেনি ৷ শিল্পা শেট্টির কুন্দ্রার (Shilpa Shetty Kundra) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া গিয়েছে শিল্পা শেট্টি কুন্দ্রার গাউনে পা আটকে গিয়েছে এগিয়ে যেতে গিয়েই লম্বা হোঁচট খেয়েছেন ৷ ভিডিও-র শেষ প্রান্তে দেখতে পাওয়া গিয়েছে শিল্পা (Shilpa Shetty Kundra's Viral Video) আটকে যাওয়া পা গাউন থেকে বের করে ফেলেছেন, এবং এগিয়ে গিয়েছেন ৷
আরও পড়ুন: Priyanka Sarkar:অপারেশন টেবিলেও দ্রুত কাজে ফেরার আবদার প্রিয়াঙ্কার, গ্রেফতার অভিযুক্ত বাইক চালক
গাউনে পা আটকে যেতেই যখন শিল্পা (Viral Video of Shilpa Shetty Kundra) হোঁচট খেয়েছেন তখনই তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন উপস্থিত মানুষেরা ৷ শিল্পা নিজেকে সামলে নিয়েছিলেন ভালভাবেই, তাই আর প্রয়োজন পড়েনি অন্য কারোর সাহায্যের ৷ শিল্পার চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ ৷ তবে শিল্পা শেট্টিই নন, এর আগে বহু অভিনেত্রীরা পোশাকের জন্য প্রকাশ্যে একটু ইতঃস্তত হয়েছিলেন ৷ তবে সবটাই নৈপুণ্যের সঙ্গে সামলে ফেলেছিলেন সুন্দরীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shilpa Shetty Kundra, Viral Video