Viral Video: হতে পারেন পাকিস্তানি গুপ্তচর! কিন্তু এখন মাধুরী দীক্ষিতের গানে তুফান তোলা নাচে ভাইরাল সীমা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
viral video: বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতের গানে নাচছেন সীমা৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও
মুম্বই: সীমা হায়দার এই নাম এখন ভারতে রোজই হেডলাইন ছিনিয়ে নিচ্ছে৷ সানি দেওলের গদর ২-র আগেই পাকিস্তান সীমান্ত পেরিয়ে করাচি থেকে নেপালে পৌঁছিছিলেন৷ ভারতের সচিন মীনার প্রেমে দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন৷ তাঁকে ইতিমধ্যেই জেরাও করেছে এটিএস৷ তাঁকে গুপ্তচর হিসেবেও সন্দেহ করা হচ্ছে৷
সীমা হায়দার তাঁর প্রেমিক সচিন মীনার সঙ্গে দীর্ঘদিন ধরে নয়ডায় বসবাস করছিলেন, যার সম্পর্কে কেউ কিছুই জানতেন না। দুজনের এই প্রেমের গল্প এখন সন্দেহের মুখে। সচিনের পাকিস্তানি বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে এটিএস। সীমা হায়দারের বিষয়ে এসএসবি ও ইউপি পুলিশের কাছে সবরকম তথ্য জানতে চেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
advertisement
পাকিস্তান থেকে অবৈধভাবে, গোপনে ভারতে পৌঁছেছিলেন সীমা। এই গুপ্তচর কন্যা সীমা হায়দারের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে৷ বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতের গানে নাচছেন সীমা৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
মাধুরী দীক্ষিতের গানে সীমা হায়দারের নাচের ভিডিও নিয়ে নেটিজেনরা জমিয়ে কমেন্ট করছেন৷ ভিডিওতে সীমা হায়দারকে মাধুরী দীক্ষিতের ‘গলে মে লাল টাই ঘর মে এক চারপাই’ বলিউডি গানে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে সীমা হায়দার নজর কেড়েছেন সকলেরই। সীমার নাচের ব্যাপক কদর করছেন নেটিজেনরা৷ এর আগেও সীমার অনেক নাচের ভিডিও ভাইরাল হয়েছে, এটি সেই নিরিখে আরও এগিয়ে যাচ্ছে৷
advertisement
সীমা হায়দারের নাচের ভিডিওতে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন- ‘ইনি একজন অসাধারণ নৃত্যশিল্পী।’ আরেকজন ব্যঙ্গ করেছেন- ‘এই নাচ দেখে আমার কেন মনে হচ্ছে যে আমিও সীমা হায়দারের প্রেমে পড়তে শুরু করেছি।’ ভিডিওটি মন্তব্য করতে গিয়ে অন্য একজন নেটিজেনের মত – ‘ও ভাই… ইয়ে তো লাগতা হ্যায় রাভিনা ট্যান্ডন’- এসব দেখে অনেকেই হেসে কুটিপাটি হচ্ছেন৷
advertisement
তবে সীমা হায়দারের নাচের ভিডিও এটিই প্রথম নয়। এর আগেও পাকিস্তান থেকে ভারতে আসা নারীদের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি, সীমাকে লেহেঙ্গা পরে ‘হ্যায় কিসমত ফুটি’-তে নাচতে দেখা গেছে। গানটিতে সীমার অসাধারন নাচ বেশ শিরোনাম করেছে। সীমার এই ভিডিও ভাইরাল হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 3:57 PM IST