Viral Video: দেশ ছাড়লেন ক্যাটরিনা ! অন্যদিকে সারাকে নিয়েই ব্যস্ত ভিকি কৌশল!

Last Updated:

Viral Video: সারাকে নিয়ে শহরে ফিরতেই দেশ ছাড়লেন ক্যাটরিনা! কেন? কী হল তাঁদের মধ্যে? জানুন

photo source collected
photo source collected
#মুম্বই:  টিনসেলে এখন জোর চর্চায় সারা আলি খান (Sara Ali Khan) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। তাঁরা এক সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন নতুন ছবির। সেই ছবির শ্যুটিং হয়েছে ইন্ডোর জুড়ে। সেখানেই সাদা মাটা শাড়িতে দেখা মিলেছে সারা আলি খানের। ইতিমধ্যেই ভিকি কৌশলের নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা তিনি শেয়ার করেছিলেন শ্যুটিং স্পট থেকে। লক্ষণ উতেকরের ছবিতে কাজ করছেন তাঁরা। ছবির নাম এখনও প্রকাশ্যে আনেননি এই জুটি।
ছবির শ্যুটিং শেষ করে মুম্বইতে ফিরলেন সারা আলি খান (Sara Ali Khan) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। সারা ও ভিকি দু'জনেই ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন বিমান বন্দরে। সেখানে পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন তাঁরা। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল সেই ভিডিও (Viral Video)।
advertisement
advertisement
বিমান বন্দরে একে অপরকে জড়িয়ে ধরলেন সারা ও ভিকি। তারপরেই উঠে পড়েন নিজের নিজের গাড়িতে। এই ভিডিও(Viral Video) সামনে আসতেই শুরু হয় চর্চা। অন্যদিকে আজই মুম্বই ছাড়লেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ছবির শ্যুটিংয়ের জন্য যেতে হল তাঁকে। টাইগার থ্রি-তে সলমন খানের (Salman Khan) সঙ্গে দেখা যাবে তাঁকে।
advertisement
তবে বিয়ের পরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন দুই অভিনেতা। ভিকি বাড়ি ফিরলেও থাকা হচ্ছে না ক্যাটরিনার। নেটিজেনরা বলছেন, 'বিয়ে করেও আলাদা থাকতে হচ্ছে ! " সত্যিই তাই বিয়ের পর থেকেই একের পর এক কাজে ব্যস্ত দুই তারকা। ওদিকে সারার সঙ্গে ঘনিষ্ট ভিডিও(Viral Video) দেখে অন্য কথাও বলছেন অনেকে। যদিও এসব নেহাত কথার কথা। বিয়ের পরেই ক্যাট ও ভিকি জানিয়েছিলেন তাঁরা ব্যস্ত থাকবেন নিজেদের পরের ছবির শ্যুটিংয়ে। এমনিই ফের সলমনের সঙ্গে কাজ শুরু করায় ক্যাটকে নিয়ে জল্পনা তো ছিলই। সেই আগুনে ঘি ঢেলেছেন ভিকি ও সারা। যদিও তাঁদের মধ্যে কাজের সম্পর্ক ছাড়া আর কিছুই নেই। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। অনেকেই সারা ও ভিকির জুটিকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন। এখন দেখার ক্যাটরিনার সঙ্গে কবে জুটি বাঁধেন ভিকি কৌশল !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: দেশ ছাড়লেন ক্যাটরিনা ! অন্যদিকে সারাকে নিয়েই ব্যস্ত ভিকি কৌশল!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • শীতের আমেজ রাজ্য জুড়ে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement