Ranu Mondal | Bachpan Ka Pyaar: রাণু গাইলেন ‘বচপন কা প্যায়ার’, ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !

Last Updated:

Ranu Mondal Viral Song: একে রাণু মণ্ডল, তার উপর ছত্তিশগড়ের কিশোর সহদেব খ্যাত ভাইরাল গান ‘বচপন কা প্যার’। সবমিলিয়ে, এই ভিডিও নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা।

রানাঘাট: রাণু মণ্ডলকে মনে আছে ? নিশ্চয় আছে ৷ তাঁর এক একটা ভাইরাল গান মনে না রেখে আর যাবেন কোথায় ৷ রানাঘাটের স্টেশন চত্বরে দিন কাটানো রাণুর ভাগ্য খুলেছিল লতা মঙ্গেশকরের ‘তেরি মেরি কাহানি হ্যায়’ গানটি গেয়ে ৷ এরপর মুম্বইয়ে গিয়ে  হিমেশ রেশমিয়ার সঙ্গে একটি সিনেমার জন্য ‘তেরি মেরি’ গানটি রেকর্ডিংও করেন তিনি ৷ কিছুদিন প্রচারের আলোয় থাকার পর শেষপর্যন্ত নিজের জায়গাতেই ফিরে আসতে হয় রাণুকে ৷ মাঝেমধ্যে কোনও শো-তে গান করেছেন তিনি, কিন্তু সেভাবে আর নজর কাড়তে ব্যর্থ তিনি ৷ এবার আবার খবরে রাণু ৷ কারণ তিনি সম্প্রতি গেয়েছেন ভাইরাল ‘বচপন কা প্যায়ার’ গানটি ৷
View this post on Instagram

A post shared by Sacred Adda (@sacredadda)

advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া এই ভিডিও নিয়ে এখন নেটদুনিয়ায় তুমুল চর্চা। একে রাণু মণ্ডল, তার উপর ছত্তিশগড়ের কিশোর সহদেব খ্যাত ভাইরাল গান ‘বচপন কা প্যার’। সবমিলিয়ে, এই ভিডিও নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranu Mondal | Bachpan Ka Pyaar: রাণু গাইলেন ‘বচপন কা প্যায়ার’, ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement