Viral Video of Pooja Bedi: দেখলে কষ্ট হবে! 'পহেলা নশা' গানের সেই 'আকর্ষণীয়' পূজা নাচতেই পারছেন না, দেখুন ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video of Pooja Bedi: ১৯৯২ সালে 'জো জিতা ওয়হি সিকান্দর' ছবিতে মার্লিন মনরোর পোজে 'পহেলা নশা' গানে নেচে ঝড় তুলেছিলেন পূজা বেদী। সেই পূজাই এখন যেন নাচতেই পারছেন না। হলটা কী?
মুম্বই: ১৯৯২ সালে ‘জো জিতা ওয়হি সিকান্দর’ ছবিতে মার্লিন মনরোর পোজে ‘পহেলা নশা’ গানে নেচে ঝড় তুলেছিলেন পূজা বেদী। সেই পূজাই এখন যেন নাচতেই পারছেন না। হলটা কী? সোশ্যাল মিডিয়ায় পূজার মেয়ে আলায়া একটি ভিডিও শেয়ার করেছেন। আর সেটি দেখেই এমন মন্তব্য নেটিজেনের।
আলায়া এফ নিজেও বলিউডে পা রেখেছেন। বেশ কয়েকটি ছবিতে কাজও করেছেন। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, মা পূজার সেই বিখ্যাত ‘পহেলা নশা’ গানেই নাচ প্র্যাকটিস করছেন মেয়ে আলায়া। আচমকাই সেখানে ঢুকে পড়েন পূজা। মেয়ের সঙ্গে নাচতে গিয়ে যেন হোঁচট খান তিনি। আর তারপর মা-মেয়ের খুনসুঁটি। নাচ বন্ধ।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ভালবাসার অত্যাচারের ‘আঁচড়’ গোটা জটার দেউলে, মন্দিরে ঢুকে এ কী করল যুগলেরা? শোরগোল
পূজা বেদীর এমন নাচ দেখে অনেক ভক্তই দুঃখিত। তাঁরা কমেন্টে লিখেছেন, হলটা কী? পূজা কি নাচতেই ভুলে গেলেন? অনেকেই আবার মেয়ে আলায়াকে সাধুবাদ দিয়েছেন নাচের জন্য। আর মায়ের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এমন নাচতে পেরে দারুণ খুশি মেয়ে আলায়াও।
advertisement
পূজা বেদী বিয়ে করেছিলেন ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে ১৯৯৪ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের মেয়ে আলায়া বলিউডে অভিনয় করেন। শেষ তাঁকে দেখা গিয়েছিল আরিফ খানের ‘ইউ টার্ন’ ছবিতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 11:15 PM IST