Viral Video: ঠিক যেন লতাজি! গলায় মা সরস্বতী! খুদে মেয়ে তার মায়ের সুরের ভুল ধরিয়ে, আলাপ গাইছে! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: অবিশ্বাস্য! তিন বছরের ছোট্ট মেয়ে ঠিক যেন লতাজি! সুর ধরছে যেভাবে, ভাবতেও পারবেন না! ভাইরাল ভিডিওতে প্রশংসার ঝড়!
নয়া দিল্লি: গান! ভারতীয় সঙ্গীতের এক আলাদা মর্যাদা রয়েছে বিশ্বজুড়ে! সুর সম্রাজ্ঞী বলা হত লতা মঙ্গেশকরকে! তাঁর মিষ্টি মধুর গলার আওয়াজ এবং গানের জন্য তাঁকে ‘স্বরা কোকিলা’ বলাও হত। অর্থাৎ কোকিল কণ্ঠী! বসন্ত কালে মধুর ডাকে ভরিয়ে তোলে কোকিল। মা সরস্বতীর বাস ছিল লতাজির গলায়। তবে সম্প্রতি এক ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। এক ছোট্ট খুদে মেয়ের গলার সুর অবাক করেছে দেশবাসীকে। বলা হচ্ছে এই খুদের গলাতেও মা সরস্বতীর বাস। এও যেন ‘স্বরা কোকিলা’! তা কি করছে এই খুদে? জানলে আপনিও অবাক হবেন!
ছোট্ট মেয়েটির নাম শালমলি! বয়স খুব বেশি হলে তিন কি চার! কিন্তু তার এই বয়সেই সুরের এমন পরখ যা অবাক করবে। সম্প্রতি ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করেন অনন্ত কুমার নামের এক ট্যুইটার ব্যবহারকারী। সেই ভিডিওতে এই ছোট্ট মেয়েটি অবাক কাণ্ড ঘটিয়েছে। দেখা যাচ্ছে বাচ্চাটির মা আলাপ গাইছেন। তবে এই ছোট্ট মেয়ে মায়ের আলাপ শুনেই বলছে, ‘না না, এটা ঠিক হচ্ছে না!’ সে ঠিক করে দিচ্ছে মায়ের সুর। সঠিক সুরে গেয়ে মাকে শোনাচ্ছে! যা দেখে অবাক সকলে!
advertisement
Catching musical notes like this and even correcting her mom this ..Little talented shalmali who mesmerized everyone including Modiji with her piano skills is definitely blessed with something special.. pic.twitter.com/l7eOfrzDe2
— Ananth Kumar (@anantkkumar) July 18, 2023
advertisement
যতবার মা গাইছেন, ততবার মায়ের সুর ঠিক করে দিচ্ছে এই খুদে। কোকিল কণ্ঠী গলায় কী অসাধারণ ভাবে সুর ধরছে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, এতো একেবারে লতাজি!
advertisement
কেউ বলছেন, লতাজির কথা মনে করিয়ে দিচ্ছে এই খুদে। আবার কেউ বলছেন, এই মেয়ে সুরের জাদুকর। আপাতত এই ভিডিও হু-হু করে ভাইরাল সোশ্যাল মাধ্যমে! এই বয়সেই এমন সুরের বোধ, এ মেয়ে বড় হলে সত্যিই কিছু চমৎকার করবে! এমনটাই আশা সকলের!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 8:07 PM IST