Viral News | Foodka: কয়েক পেগ রাম খেতেই লেপার্ডের থাপ্পড় এসে পড়ল গালে! ফুডকাকেই খাবার বানানোর চেষ্টা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral News | Foodka: যত কাণ্ড জঙ্গলে! একী হল ফুডকার হাল। নিজেই হতে চলেছিলেন লোভনীয় খাবার!
কলকাতা: ‘ফুডকা’ ইন্দ্রজিৎ লাহিড়ীকে নিশ্চয় অনেকেই চেনেন। মীর ও তাঁর খাবারের ইউটিউব চ্যানেল এখন সুপারহিট। ফুডকা খেতেও খুব ভালবাসেন। বিশেষ করে বিরিয়ানি দেখলে তো আর কথাই নেই। সম্প্রতি তিনি বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে। আর সেখানেই ঘটে যায় এক কাণ্ড। জঙ্গলে ঘুরতে গিয়ে ক্ষত বিক্ষত ফুডকা। গোটা ঘটনা নিজের সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন তিনি।
ফুডকা লেখেন, ” জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতার কথা বলছি। যা আমার সঙ্গে ঘটেছে। আমার সম্প্রতি জঙ্গল ঘোরার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। আমি জঙ্গলের কোর এরিয়ার রেস্ট হাউসে ছিলাম। এবং আমি একাই ছিলাম। কয়েক পেগ রাম খাওয়ার পরেই ঘটে যায় সেই ঘটনা।”
আরও পড়ুন: ভুলেও ঝাঁটায় পা দেবেন না! কোন বারে কিনবেন? কীভাবে রাখবেন? সর্বনাশ ঠেকাতে জানুন জ্যোতিষাচার্যের মত!
advertisement
advertisement
ফুডকা আরও জানান, “একটা বড় বিগ ক্যাট পরিবারের সদস্য এসে আমার উপর হামলা করে। খারাপ ভাবে মুখে আঁচড়ে দেয়। কোনওভাবে সেই রাতে আমি বেঁচে যাই। তারপর অ্যান্টি র্যাবিস ডোজ নিই। সেসব কলকাতাতে ফিরেই করি। আমি একটা ওয়াল্ড ভ্যাকেশনে গিয়েছিলাম লম্বা শ্যুটিংয়ের পর। ২৫ বছর ধরে আমি জঙ্গলে ঘুরছি। কিন্তু এরকম অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি।”
advertisement
Well, talking about LIFE CHANGING experiences, this is what happened to me at my recent jungle visit. I was staying inside the core area of a jungle at the Forest Rest House. And I was alone. In the evening, after a few rounds of rum, this thing from the BIG CAT FAMILY appeared… pic.twitter.com/znrxEKxAd3
— Indrajit Lahiri (@ILahiri) June 13, 2023
advertisement
জানা যায়, উত্তরবঙ্গের একটি জঙ্গলে গিয়েছিলেন ফুডকা ওরফে ইন্দ্রজিৎ। আর সেখানেই এই ঘটনা ঘটে যায়। যদিও এই লেখার সঙ্গে তিনি জানান, ” কিন্তু ক’জনেরই বা বন লেপার্ড বা বন বেড়ালের আঁচড় খাওয়ার অভিজ্ঞতা হয়।” তিনি এখনও বুঝে উঠতে পারেননি সেটি লেপার্ড ছিল নাকি বন বেড়াল। তবে লেপার্ড খুব লাজুক জিব। সে এভাবে ঘরে ঢুকে হামলা করবে না বলেই ধরে নেওয়া যায়। কিন্তু বন বেড়াল যতটা হিংস্র ততটাই সাহসী। এমন কাজ সে অনায়াসেই করতে পারে। রাতে রেস্ট হাউসের জানলা খুলে রাখাই কাল হল ফুডকার জীবনে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 4:04 PM IST