Viral News: 'ভীমলা নায়ক'-এর টিকিট কেটে দিলেন না বাবা ! রাগে ভয়ানক কাণ্ড ঘটাল ১১ বছরের ছেলে

Last Updated:

Viral News: সিনেমার টিকিট না কেটে দেওয়ায় ছেলে যে এই কাণ্ড করতে পারে, স্বপ্নেও ভাবেননি বাবা!

photo source collected
photo source collected
#তেলেঙ্গানা:  কত কি যে ঘটে এই পৃথিবীতে তা বোঝার উপায় সত্যিই নেই (Viral News)। সিনেমার তিকিট না কিনে দেওয়ার জন্য ১১ বছরের ছেলে যে এই কাণ্ড করে বসতে পারে, তা কি কখনও ভেবেছিলেন এই বাবা। স্বপ্নেও ভাবেননি। সামনেই মুক্তি পাবে পবন কল্যানের নতুন ছবি 'ভীমলা নায়ক'। এই ছবি নিয়ে সাউথে বেশ উত্তেজনা রয়েছে। পবন কল্যান বেশ জনপ্রিয় অভিনেতা। তাঁর ছবি দেখতে ভিড় জমান বহু মানুষ।
সেই মতো নিজের পছন্দের নায়কের(Viral News) ছবি দেখবে বলে বাবার কাছে আবদার করে ১১ বছরের ছেলে। বাবাকে জানায় তাঁর বন্ধুরাও সবাই যাচ্ছে এই সিনেমা দেখতে। বাবার কাছে টিকিটের জন্য ৩০০ টাকা চায় ওই ছেলে। নাম নভদ্বীপ। বয়স মাত্র ১১। ক্লাস এইটে পড়ে সে। কিন্তু সেই মুহূর্তে বাবার কাছে টাকা না থাকায়। ছেলেকে টিকিটের টাকা দেন না তিনি। কিন্তু বাবার টাকা না দেওয়ায় সোজা নিজের ঘরে গিয়ে দর্জা লক করে দেয় সে। বাড়ির সকলেই ভেবেছেন রাগ কমে গেলে ঠিক চলে আসবে।
advertisement
কিন্তু অনেক্ষণ হয়ে যাওয়ায় সকলের সন্দেহ হয়(Viral News)। ছেলেকে ডাকাডাকি শুরু করলেও আওয়াজ আসে না। এর পর দরজা ভেঙে ঘরে যেতেই চমকে যান সকলে। ঘরের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে সিলিংয়ে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে ওই ১১ বছরের ছেলে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন সকলে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জগতাইলে। সোমবার রাতের ঘটনা।
advertisement
advertisement
প্রসঙ্গত 'ভীমলা নায়ক' মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারিতে। পবন কল্যানের এই ছবির জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অগ্রিম টিকিট কাটাও শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে রানা দগ্গুবাটিকেও দেখা যাবে। কিন্তু এই ছবি নিয়ে যে এমন কিছু ঘটে যেতে পারে(Viral News), তা স্বপ্নেও ভাবেননি কেউ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral News: 'ভীমলা নায়ক'-এর টিকিট কেটে দিলেন না বাবা ! রাগে ভয়ানক কাণ্ড ঘটাল ১১ বছরের ছেলে
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement