Rakhi Sawant: রাখি সাওয়ান্তের রাস্তা কাটল বিড়াল ! ছেড়ে গেল স্বামী! অশুভর ইঙ্গিতে মাঝ রাস্তায় যা করলেন তিনি ! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rakhi Sawant: মাঝ রাস্তায় বিড়াল রাস্তা কাটা নিয়ে যা শুরু করলেন রাখি ! নেটদুনিয়ায় সমালোচনার ঝড়।
#মুম্বই: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। বলিউডের এই নায়িকা যে কখন কী করেন তার কোনও ঠিক নেই! কখনও তিনি বলেন তাঁর বিয়ে হয়নি। আবার কখনও বলেন তাঁর বিয়ে হয়ে গিয়েছে। এই করছেন স্বয়ংবর সভা। আবার হঠাৎ পৌঁছে যাচ্ছেন স্পাইডার ওম্যান সেজে বিগবসের দরজায়। অনেকেই বলেন মাথায় গণ্ডগোল আছে নায়িকার। কিন্তু একটা সময়ে বলিউডে বহু সিনেমায় কাজ করেছেন তিনি। আইটেম সংয়েও দেখা গিয়েছে তাঁকে।
নিজেকে নিয়ে সারাক্ষণ আবোল তাবোল(Rakhi Sawant) করেন এবং বলেন তিনি। তার পরেও বহু মানুষ কিন্তু ভালবাসেন তাঁকে। সলমন খান থেকে শাহরুখ খান কেউই তাঁকে কিন্তু অপছন্দ করেন না। অনেকে বলেন রাখি হচ্ছেন রিয়েল লাইফ এন্টারটেনার। তা তো বটেই। তা নাহলে এমন কাণ্ড কি কেউ করতে পারে। শেষ বিগবসে রাখি তাঁর স্বামী রীতেশের সঙ্গে আলাপ করিয়ে দেন সকলের। এবার সেই রীতেশ তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এই জন্য রাখি নিজেকেই দোষারোপ করছেন।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে জিম থেকে বেরিয়েছেন রাখি(Rakhi Sawant)। আর তাঁর সামনে দিয়ে একটা বিড়াল রাস্তা কেটে চলে যায়। বিড়ালের রাস্তাকাটা নিয়ে নানা কুসংস্কার আছে। অনেকেই মনে করেন এটা নাকি অশুভ কিছুর ইঙ্গিত। যদিও এ কথা একে বারেই যুক্তি-হীন। কিন্তু এই যুক্তিহীন কথাকেই বিশ্বাস করেন রাখি।
advertisement
বিড়াল রাস্তা কাটতেই হাউ হাউ করে কান্না রাখির(Rakhi Sawant)। বললেন, 'এবার না জানি কী খারাপ হবে আমার সঙ্গে।" যদিও সকলে তাঁকে বোঝান কিছুই হবে না ম্যাম। কিন্তু রাখি বোঝার পাত্রী নন। তিনি বলেন, 'আমার আর রীতেশের ব্রেক-আপ হবে গেছে। সে আমায় ছেড়ে চলে গেছে। এখন আমার বিড়াল রাস্তা কাটল। জানি না কি হবে।" তবে এখানেই শেষ নয়। রাখি সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের দোষারোপ করতেও ছাড়লেন না।
advertisement
advertisement
রাখি(Rakhi Sawant) বলেন, "আমার জীবনের সব শেষ হয়ে যাচ্ছে। আর নেটিজেনরা বলছে আমি নাকি নাটক করছি।" তা অবশ্য কিছু ভুল বলেননি তাঁরা। কারণ জীবনের বেশিটাই নাটক বা ড্রামা করতেই কেটে গেল রাখি সাওয়ান্তের। তবে তাঁর কবে বিয়ে হল, কী ভাবে রীতেশ বর হল, তা কিন্তু জানাননি রাখি। সোজা দাবি বিয়ে হয়েছে। এখন বলছেন বিয়ে ভাঙতে বসেছে। তিনি যে কী বলেন কী করেন তা বোঝার উপায় নেই।
Location :
First Published :
February 16, 2022 10:07 PM IST