Viral | Farah Khan: নিজের বিয়েতেই নেশায় মাতাল হয়ে নাচ ফারহা খানের! উল্টে পড়েন রানি, প্রিয়াঙ্কা! ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral | Farah Khan: বিয়ের আসরে মদ খেয়ে চূড়ান্ত নাচ ফারহা খানের! সঙ্গে তালে তাল মিলিয়েছিলেন রানি মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা চোপড়া! ঘটেছিল ভয়াবহ কাণ্ড! ভাইরাল
#মুম্বই: ফারহা খান! বলিউডের জনপ্রিয় পরিচালক এবং করোইগ্রাফার তিনি। ফারহা খান মাঝে মধ্যেই খবরে আসেন। করণ জোহর থেকে শাহরুখ খান সকলেই ফারহা খানের কাছের বন্ধু। বিয়ে বাড়ি যাওয়া হোক বা পার্টি সব সময় করণ জোহর ও শাহরুখ খানের সঙ্গেই দেখা যায় তাঁকে। ক্যাটরিনা ভিকির বিয়েতেও এই জুটিকে এক সঙ্গে দেখা গিয়েছিল! ফারহা খান বি টাউনের সফল পরিচালক! এক ডাকেই সকলে তাঁকে চেনেন। ফারহার ব্যাক্তিগত জীবনও বেশ রঙিন। সোশ্যাল মাধ্যমেও তিনি বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা মজার কিছু পোস্ট করতে দেখা যায় তাঁকে।
সম্প্রতি ফারহা একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তাঁর বিয়ের। ২০০৪ সালে শিশির কুন্দরকে বিয়ে করেন তিনি। এরপর তিন সন্তানের মা হন তিনি। এই বিয়ের ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফারহা! ছবিতে দেখা যাচ্ছে লেহেঙ্গা চোলিতে ফারহা। নাচছেন। পাশে তাঁর সঙ্গে নাচ করছেন রানি মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৪ সালে মানে ওই সময়টায় বলিউডে একের পর এক হিট ছবিতে অভিনয় করছেন রানি এবং প্রিয়াঙ্কা। দু'জনেই সে সময় টপ হিট। ফারহার বিয়েতেও তাঁরা নাচতে ব্যস্ত! কিন্তু এই ছবির পিছনে রয়েছে একটা মজার গল্প।
advertisement
advertisement
advertisement
ফারহা নিজেই জানিয়েছেন সেই গল্প! ফারহা লেখেন, " আমার বিয়ের ছবি। যখন দুলহন নিজে নেশা করে নিজের বিয়েতে নাচে। পাশে আবার রানি, প্রিয়াঙ্কা। ওদের পাও দুলছিল। কিন্তু নাচতে গিয়ে আমি আমার হেয়ার এক্সটেনশন, ওড়না এবং মাথার টিকলি যে কোথায় হারিয়েছিলাম জানা নেই!" এই মজার গল্প শেয়ার করে স্মৃতিতে ভাসেন ফারহা! এই পোস্ট সামনে আসতেই নেটিজেনরা নানা মজার কমেন্ট করেন। ভাইরাল হয় এই ছবি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 1:04 AM IST