Neha Kakkar: এবার কি তবে বিবাহ-বিচ্ছেদ? জ্যাকি শ্রফের প্রেমে পড়লেন নেহা !

Last Updated:

Viral video: নেহা কয়েক মাস আগেই বিয়ে করেছেন পাঞ্জাবি গায়ক রোহন প্রীত সিংকে। ভালোবাসার বিয়ে তাঁদের। কিন্তু বলিউডে কান পাতলেই নাকি শোনা যাচ্ছে নেহা এখন অন্য কারও প্রেমে মজেছেন।

#মুম্বই: নেহা কক্কর (Neha Kakkar)। বলিউডের জনপ্রিয় গায়িকা। রিয়ালিটি শোয়ের মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন তিনি। Indian Idol এর দ্বিতীয় সিজনে তিনি একজন সাধারণ প্রতিযোগী হিসেবে অংশ নেন এই রিয়ালিটি শোতে। সে সময় নেহার গানে খুব একটা খুশি হননি বিচারকরা। তাঁকে খুব তাড়াতাড়িই শো থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এখানেই থেমে যেতে পারত নেহার কেরিয়ার। কিন্তু তা হয়নি। বলিউডে একের পর এক ছবিতে গান গেয়ে, মিউজিক ভিডিও বানিয়ে নেহা এখন অন্যতম গায়িকা। নিজের পায়ের তলার মাটি কিভাবে শক্ত করতে হয় তা জানেনন নেহা। সব থেকে মজার বিষয় যে Indian Idol থেকে একদিন তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেই Indian Idol-এরই বিচারক এখন নেহা। একেই বলে নিজেকে প্রমান করা। Indian Idol 12 সিজনে বিচারক নেহা। বেশ কয়েকটি সিজনেই বিচারক ছিলেন তিনি।
advertisement
advertisement
নেহা কয়েক মাস আগেই বিয়ে করেছেন পাঞ্জাবি গায়ক রোহন প্রীত সিংকে। ভালোবাসার বিয়ে তাঁদের। কিন্তু বলিউডে কান পাতলেই নাকি শোনা যাচ্ছে নেহা এখন অন্য কারও প্রেমে মজেছেন। রোহন নয় নেহা ভালোবাসায় মজেছেন অভিনেতা জ্যাকি শ্রফের (jackie shroff) ! এসব কি জ্যাকির থেকে তো অনেকটাই ছোট তিনি ! তবে কি সত্যিই জ্যাকির প্রেমে পড়লেন নেহা? নাকি ফের গুজব রটাচ্ছেন।
advertisement
বিষয়টার সত্যতা যাচাই করতে গিয়ে সামনে এল অন্য জিনিস। আসলে জ্যাকি শ্রফ অতিথি হয়ে এসেছিলেন Indian Idol 12-এর শোয়ে। আর সেখানেই নেহা বলেন তিনি জ্যাকির প্রেমে পাগল। এবং জ্যাকির সঙ্গে নাচ করতে চান। জ্যাকি শ্রফ ও ডিম্পল অভিনীত ছবি 'রাম লক্ষণ'-এর বিখ্যাত গান 'তেরা নাম লিয়া, তুঝে ইয়াদ কিয়া' গানে নাচ করলেন নেহা। একেবারে ডিম্পলের মতো করে অভিনয় করলেন মঞ্চে। সঙ্গ দিলেন জ্যাকি। নেহাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। নেহার মিষ্টতায় মুগ্ধ জ্যাকি। আসলে নেহা মানুষটাই ভীষণ মিষ্টি। আর তাই তো চোখের সামনে যেকোনও মানুষকে অসুবিধায় দেখলে ঝাপিয়ে পড়েন তিনি। টাকা পয়সা থেকে শুরু করে মানসিক জোর দিয়ে সাহায্য করেন মানুষকে। এ হেন নেহার প্রেমে কে না পড়বে ! তবে জ্যাকির প্রেমে নেহার পড়াটা একেবারে প্রিয় অভিনেতার প্রেমে পড়ার মতোই। নেহা জানান ছোটবেলা থেকেই তিনি জ্যাকির ভক্ত। তাঁর সঙ্গে এই নাচ সারাজীবন মনে থাকবে। জ্যাকিও জানান, নেহা খুব মিষ্টি মানুষ। তবে আর যাই হোক প্রেম করছেন না তাঁরা। সবটাই গুজব। কিন্তু জ্যাকি ও নেহার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neha Kakkar: এবার কি তবে বিবাহ-বিচ্ছেদ? জ্যাকি শ্রফের প্রেমে পড়লেন নেহা !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement