Vikrant Massey: আসছে 'প্রথম সন্তান', আদুরে পোস্টে নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত

Last Updated:

Vikrant Massey: ফের সুখবর বিনোদন জগতে৷ বাবা হতে চলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি৷ রবিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একথা নিজেই জানিয়েছেন অভিনেতা৷ বিয়ের এক বছর পূর্ণ হতেই ভক্তদের সুখবর দিলেন বিক্রান্ত৷

নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত
নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত
মুম্বই: ফের সুখবর বিনোদন জগতে৷ বাবা হতে চলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি৷ রবিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একথা নিজেই জানিয়েছেন অভিনেতা৷ বিয়ের এক বছর পূর্ণ হতেই ভক্তদের সুখবর দিলেন বিক্রান্ত৷
গত বছর অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা৷ বিয়ের এক বছরের মধ্যেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারকা দম্পতি৷ দিনকয়েক আগেই তাঁদের সন্তান আসার খবর নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ এবার সেই খবর নিজেই জানালেন অভিনেতা৷ খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
advertisement
advertisement
নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পোস্টে বিক্রম জানিয়েছেন, আগামী বছরই বাবা হতে চলেছেন তিনি৷ বিয়ের ছবিতে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে একগাল হেসে পোজ দিয়েছেন তারকা দম্পতি৷ ‘উই আর এক্সপেক্টিং, ২০২৪ সালেই সন্তান আসছে’৷ পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে- ‘নতুন শুরু’৷ বিক্রান্তের এই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ অনুরাগীদের পাশাপাশি অন্যান্য তারকারাও হবু বাবা ও মাকে অভিনন্দন জানিয়েছেন৷ উল্লেখ্য, ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের সেটে শীতলের সঙ্গে প্রথম আলাপ হয় বিক্রান্তের৷ শ্যুটিংয়ের সেট থেকে বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম৷ গত বছর ফেব্রুয়ারি মাসে শীতল ঠাকুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিক্রান্ত৷ বিবাহিত জীবন নিয়ে কোনওদিন জনসমক্ষে আলোচনা না করলেও বিয়ের এক বছর পার করেই সুখবর দিয়েছেন অভিনেতা৷
advertisement
ধারাবাহিকের গন্ডি পেরিয়ে বলিউডে লুটেরা ছবি দিয়ে ডেবিউ হয় বিক্রান্তের৷ ছবিতে রণবীর সিংহের প্রিয় বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাকে৷ ২০২০ সালে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে দীপিকার বিপরীতে নজর কাড়েন বিক্রান্ত৷ তবে মির্জাপুর সিরিজে বাবলু পন্ডিতের চরিত্রে জনপ্রিয়তা পান অভিনেতা৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, বিধু বিনোদ চোপড়ার টুয়েলভ ফেইলে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে৷ চলতি বছর ২৭ অক্টোবর ছবিটি মুক্তি পেতে চলেছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikrant Massey: আসছে 'প্রথম সন্তান', আদুরে পোস্টে নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement