Vikrant Massey: আসছে 'প্রথম সন্তান', আদুরে পোস্টে নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vikrant Massey: ফের সুখবর বিনোদন জগতে৷ বাবা হতে চলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি৷ রবিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একথা নিজেই জানিয়েছেন অভিনেতা৷ বিয়ের এক বছর পূর্ণ হতেই ভক্তদের সুখবর দিলেন বিক্রান্ত৷
মুম্বই: ফের সুখবর বিনোদন জগতে৷ বাবা হতে চলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি৷ রবিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একথা নিজেই জানিয়েছেন অভিনেতা৷ বিয়ের এক বছর পূর্ণ হতেই ভক্তদের সুখবর দিলেন বিক্রান্ত৷
গত বছর অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা৷ বিয়ের এক বছরের মধ্যেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারকা দম্পতি৷ দিনকয়েক আগেই তাঁদের সন্তান আসার খবর নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ এবার সেই খবর নিজেই জানালেন অভিনেতা৷ খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
advertisement
advertisement
নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পোস্টে বিক্রম জানিয়েছেন, আগামী বছরই বাবা হতে চলেছেন তিনি৷ বিয়ের ছবিতে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে একগাল হেসে পোজ দিয়েছেন তারকা দম্পতি৷ ‘উই আর এক্সপেক্টিং, ২০২৪ সালেই সন্তান আসছে’৷ পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে- ‘নতুন শুরু’৷ বিক্রান্তের এই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ অনুরাগীদের পাশাপাশি অন্যান্য তারকারাও হবু বাবা ও মাকে অভিনন্দন জানিয়েছেন৷ উল্লেখ্য, ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের সেটে শীতলের সঙ্গে প্রথম আলাপ হয় বিক্রান্তের৷ শ্যুটিংয়ের সেট থেকে বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম৷ গত বছর ফেব্রুয়ারি মাসে শীতল ঠাকুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিক্রান্ত৷ বিবাহিত জীবন নিয়ে কোনওদিন জনসমক্ষে আলোচনা না করলেও বিয়ের এক বছর পার করেই সুখবর দিয়েছেন অভিনেতা৷
advertisement
ধারাবাহিকের গন্ডি পেরিয়ে বলিউডে লুটেরা ছবি দিয়ে ডেবিউ হয় বিক্রান্তের৷ ছবিতে রণবীর সিংহের প্রিয় বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাকে৷ ২০২০ সালে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে দীপিকার বিপরীতে নজর কাড়েন বিক্রান্ত৷ তবে মির্জাপুর সিরিজে বাবলু পন্ডিতের চরিত্রে জনপ্রিয়তা পান অভিনেতা৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, বিধু বিনোদ চোপড়ার টুয়েলভ ফেইলে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে৷ চলতি বছর ২৭ অক্টোবর ছবিটি মুক্তি পেতে চলেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 4:32 PM IST