Vikrant Massey Marriage: চুপিসারে বিয়েটা সেরে ফেললেন অভিনেতা বিক্রান্ত মেসি, পাত্রীকে চেনেন?

Last Updated:

চুপিসারে বিয়েটা সেরে ফেললেন 'ডেথ ইন দ্য গঞ্জ' তারকা! কাকপক্ষিতেও টের পেল না!

#মুম্বই: বলিটাউনে বিয়ের মরশুম চলছে! ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, রাজকুমার রাও-পত্রলেখা, অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, হালে সাতপাকে ঘুরলেন মৌনী রায়-সূরজ নাম্বিয়ার! এবার এই তালিকায় নয়া সংযোজন 'ছপক'-এর অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey Marriage)! চুপিসারে বিয়েটা সেরে ফেললেন 'ডেথ ইন দ্য গঞ্জ' তারকা! কাকপক্ষিতেও টের পেল না!
দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিনই রেজিস্ট্রি সেরেছেন বিক্রান্ত (Vikrant Massey gets married to longtime girlfriend Sheetal Thakur)। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া, ছিমছাম! উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্যরা।
বিক্রান্ত-শীতলের এক কাছের বন্ধু জানান ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁদের ভরসোভার বাড়িতেই রেজিস্ট্রি সারেন কপোত-কপোতি (Vikrant Massey gets married to longtime girlfriend Sheetal Thakur)। প্রেম দিবসেই তাঁদের ভালবাসার পরিণতি দেবেন, এমনটা কিছুদিন আগেই ঠিক করেছিলেন তাঁরা!
advertisement
advertisement
২০১৯ সালে বিক্রান্ত আর শীতল ঠাকুরের রোকা হয়ে যায়। সে অনুষ্ঠানও ছিল ছিমছাম, ছিল না কোনও বাড়তি আড়ম্বর। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানেই  আংটিবদল করেন বিক্রম ও শীতল। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, '' ছোট্ট, একেবারে আটপোড়ে একটা অনুষ্ঠানে আমাদের রোকা হয়েছে! বিয়ে কবে করব, সঠিক সময়ে জানাব।''
advertisement
'হাসিনা দিলরুবা' তারকা বিক্রান্ত এই প্রজন্মের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা! শীতল ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় নাম। তাঁর জনপ্রিয় শোগুলির মধ্যে রয়েছে 'আপস্টারটস', 'ব্রিজ মোহন অমর রহে', 'চপ্পড় ফাড় কে'। ALTBalaji-র ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এ অভিনয় করার সময়ই প্রথম আলাপ হয় বিক্রান্ত আর শীতলের! ধীরে ধীরে বন্ধুত্ব, ভাললাগা, ভালবাসা... অতঃপর তাঁরা স্বামী-স্ত্রী।
advertisement
বিক্রান্ত মেসি এক সময় কাজ করতেন কফিশপে। সেখানে টেবিলে টেবিলে শুনতেন ছবি নিয়ে আলোচনা। আজ তিনি নিজেই অভিনেতা!  ‘দিল ধড়কনে দো’, ‘ছপাক’, ‘মির্জাপুর’-এর ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত।  ভরসোভার বাসিন্দা বিক্রান্ত অভিনয়জীবন শুরু করেছিলেন টেলিভিশন থেকে। তার পর তিনি পা রাখেন ছবির জগতে। কিন্তু তাঁকে শুনতে হয়েছিল ছোট পর্দার অভিনেতারা সিনেমায় কিছু করতে পারেন না। সেই অপবাদ নিজের কাজ দিয়ে খণ্ডন করেছেন তিনি। ভরসোভার সোনু হয়ে উঠেছেন মির্জাপুরের বাবলু ভাইয়া।
advertisement
ভরসোভার এক নিম্নবিত্ত পরিবারে বড় হয়ে ওঠেন বিক্রান্ত এবং তাঁর দাদা।  বাবা জলি ছিলেন সাধারণ চাকুরে। মা মীনা গৃহবধূ। এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছিলেন, তাঁদের বাবার বেতনের বেশির ভাগ অংশ ফুরিয়ে যেত মাসের মাঝামাঝিই। তার পর সংসার চলত টেনে টুনে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikrant Massey Marriage: চুপিসারে বিয়েটা সেরে ফেললেন অভিনেতা বিক্রান্ত মেসি, পাত্রীকে চেনেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement