Vikrant Massey Announces Retirement From Acting: সাফল্যের শীর্ষে 'চিরঋণী' থেকেই কেরিয়ারকে বিদায়! অভিনয় থেকে অবসর নিলেন দাপুটে অভিনেতা বিক্রান্ত মাসে

Last Updated:

Vikrant Massey Announces Retirement From Acting: এমনিতে বহুমুখী এবং দুর্ধর্ষ অভিনয় প্রতিভার অধিকারী বিক্রান্ত। বর্তমানে কেরিয়ারে সাফল্যের শিখরে রয়েছেন তিনি। আর তারই মাঝে এল তাঁর এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের ঘোষণা।

বিক্রান্তের এই ঘোষণা শুনে বিশ্বাস করতে পারছেন না ভক্ত এমনকী অভিনেতার সহকর্মীরাও
বিক্রান্তের এই ঘোষণা শুনে বিশ্বাস করতে পারছেন না ভক্ত এমনকী অভিনেতার সহকর্মীরাও
মুম্বই : এই সময় বলিউডের শক্তিশালী অভিনয় দক্ষতাসম্পন্ন অভিনেতাদের মধ্যে অন্যতম বিক্রান্ত মাসে। তবে রবিবার অর্থাৎ গত ১ ডিসেম্বর আচমকাই রীতিমতো একটা বোমা ফাটালেন তিনি। অভিনয় দুনিয়া থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন অভিনেতা। বহুমুখী এবং দুর্ধর্ষ অভিনয় প্রতিভার অধিকারী বিক্রান্ত। বর্তমানে কেরিয়ারে সাফল্যের শিখরে রয়েছেন তিনি। আর তারই মাঝে এল তাঁর এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের ঘোষণা।
একটি আবেগঘন পোস্টে বিক্রান্ত লিখেছেন, “হ্যালো, বিগত কয়েকটা বছর এবং তারপরেও সব কিছু অসাধারণ ছিল। অদম্য সমর্থনের জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করেছি যে, সেই সবটা মনে করতে চাই এবং ঘরে ফিরে যেতে চাই। একজন স্বামী, বাবা, পুত্র হিসেবে এবং অভিনেতা হিসেবে থাকতে চাই। তাই আসন্ন ২০২৫ সালে শেষ বারের মতো আমাদের একে অপরের সঙ্গে দেখা হবে,। যতক্ষণ না সময় সঠিক মনে হয়। শেষ ২টি সিনেমা এবং অনেক বছরের স্মৃতি থেকে যাবে। সমস্ত কিছুর জন্য আবারও ধন্যবাদ। চিরঋণী থাকব।”
advertisement
আরও পড়ুন : টালিগঞ্জের নামী পরিচালক বাধ্য হয়ে অভিনেত্রী স্ত্রীকে নিয়ে ফুটপাতে খাবার বিক্রি করছেন! ভাইরাল ভিডিও
বিক্রান্তের এই ঘোষণা শুনে বিশ্বাস করতে পারছেন না ভক্ত এমনকী অভিনেতার সহকর্মীরাও। অনেকেই কমেন্ট সেকশনে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “আপনি কেন এমনটা করছেন? আপনার মতো অভিনেতা খুব কমই আছে। আমাদের ভাল সিনেমার প্রয়োজন রয়েছে।” অন্য এক ব্যবহারকারী আবার লিখেছেন, “একটা কিংবদন্তি কেরিয়ার ছেড়ে যাচ্ছেন।” তৃতীয় নেটিজেন আবার লেখেন, “আমি আশা করি যে, এটা সত্যি নয়।”
advertisement
advertisement
advertisement
এদিকে সম্প্রতি তুমুল সাফল্যের জন্য চর্চার কেন্দ্রে রয়েছেন বিক্রান্ত। গত বছরে ‘12th Fail’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। ওই ছবিতে আইপিএস মনোজ কুমার শর্মার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এরপর অগাস্টে মুক্তি পেয়েছিল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। এরপর সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছিল বিক্রান্ত অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’। আর এই ছবিতে অভিনয় করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের প্রশংসাও কুড়িয়ে নিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন : জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! ৩২ বছর বয়সে রহস্যমৃত্যু সিনেমা, টেলিভিশনের নামী তারকার
এহেন সফল কেরিয়ার থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার ফলে অভিনেতার ভক্তদের মনও ভেঙে গিয়েছে। তবে ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা তাঁর বাকি দু’টি ছবির। অনেকেই আবার মনে করছেন যে, পাকাপাকি ভাবে রুপোলি পর্দা ছেড়ে বিদায় নিচ্ছেন না বিক্রান্ত। বরং তাঁর এমন বর্ণময় কেরিয়ার থেকে কয়েকটা দিনের জন্য বিরতি নিচ্ছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikrant Massey Announces Retirement From Acting: সাফল্যের শীর্ষে 'চিরঋণী' থেকেই কেরিয়ারকে বিদায়! অভিনয় থেকে অবসর নিলেন দাপুটে অভিনেতা বিক্রান্ত মাসে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement