চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিক্রম! ভেন্টিলেশন থেকে বার করা হতে পারে অভিনেতাকে

Last Updated:

আশার আলো দেখা গেল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৭৭ বছর বয়সি অভিনেতা। তাঁর রক্তচাপ এবং হার্চ রেট এখন স্বাভাবিক।

#পুণে: এক দিন আগের ঘটনা। বর্ষীয়ান অভিনেতা বিক্রমস গোখলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল চারদিকে। কিন্তু পরে জানা যায়, বিক্রমের মৃত্যুর খবর ভুয়ো। তিনি বেঁচে রয়েছেন। তবে লাইফ সাপোর্টে রয়েছেন।
তবে এ বার আশার আলো দেখা গেল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৭৭ বছর বয়সি অভিনেতা। তাঁর রক্তচাপ এবং হার্চ রেট এখন স্বাভাবিক। হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিক্রমের। চোখ খুলছেন তিনি। প্রায় বিকল হয়ে পড়া হাত-পা নাড়তে পারছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিনেতাকে ভেন্টিলেশন থেকে বার করা হতে পারে।
advertisement
দু'সপ্তাহেরও বেশি সময় ধরে পুণের এক হাসপাতালে ভর্তি ছিলেন 'হাম দিল দে চুকে সনম' ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয় করা বিক্রম। তাঁর শারীরিক অবস্থা ছিল সঙ্কটজনক। একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল অভিনেতার। চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন। সেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
advertisement
advertisement
বলিউডে কয়েক দশক কাটিয়ে ফেলেছেন বিক্রম। অভিনয় করেছেন অসংখ্য সফল ছবিতে। সেই তালিকায় রয়েছে, 'হম দিল দে চুকে সনম', 'ভুল ভুলাইয়া', 'দিল সে', 'দে দানা দান', 'মিশন মঙ্গল' ইত্যাদি।
ছবির পাশাপাশি মঞ্চে এবং ছোট পর্দাতেও বিক্রমের অবাধ বিচরণ। মরাঠি থিয়েটারে তাঁর অবদান মনে রাখআর মতো। ২০১১ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। ২০১৩ সালে মরাঠি ছবি 'অনুমতি'তে অভিনয়ের জন্য তাঁর ঝুলিতে আসে জাতীয় পুরস্কার।
বাংলা খবর/ খবর/বিনোদন/
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিক্রম! ভেন্টিলেশন থেকে বার করা হতে পারে অভিনেতাকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement