আশাবাদী বিজয় ডেবেরাকোন্ডা! 'বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করবেন' কারণ ভারত-পাকিস্থান ম্যাচে থাকবেন তিনি!

Last Updated:

Vijay Deverakonda : ম্যাচের আগে বিজয় বলেছিলেন, “আমি শক্তিতে খুব বেশি। আমি আশাবাদী যে কোহলি আজ অন্তত ৫০ রান করবেন।"

#দুবাই: এশিয়া কাপে ইন্ডিয়া-পাকিস্থান ম্যাচে অংশ নিতে দুবাই পৌঁছেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতা সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র লাইগার প্রচার করছেন বেশ কিছুদিন ধরেই। রবিবার ম্যাচ থেকে তাঁর প্রত্যাশার কথাও বলেছেন অভিনেতা। ম্যাচের উপস্থাপক যতীন সাপ্রু ও ইরফান পাঠানের সঙ্গে কথা বলেছেন তিনি।
ম্যাচের আগে বিজয় বলেছিলেন, “আমি শক্তিতে খুব বেশি। আমি আশাবাদী যে কোহলি আজ অন্তত ৫০ রান করবেন। একবার তিনি ২০ পেরিয়ে গেলেই তিনি পারবেন। এটা তাঁর ১০০তম ম্যাচ এবং আমি এটা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।” তিনি রয়েছেন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে ম্যাচটি হচ্ছে।
advertisement
advertisement
এর আগে ইরফান পাঠানও বিরাটের পারফরম্যান্সের উপর জোর দিয়েছিলেন, যে তিনি জিতবেনই। পাঠান বলেন, "বিরাট কোহলি যখন মাঠে আসেন, তখন জনতা শুধু তাঁর পিছনেই চলে যায়। আমি শচীন টেন্ডুলকারের সঙ্গে এটার মিল দেখেছি। তাঁরা ২ বছরে সেঞ্চুরি করেননি তা নিয়ে তাঁরা ভাবেন না,"। ইতিমধ্যেই মাঠ থেকে বিজয়ের একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।
advertisement
বিজয় সম্প্রতি লাইগার দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। পুরী জগন্নাদ পরিচালিত এই ছবিতে অনন্যা পান্ডেও অভিনয় করেছেন। এটি ২৫অগাস্ট একাধিক ভাষায় মুক্তি পায় এবং বক্স অফিসে একটি মাঝারি প্রতিক্রিয়া পেয়েছে। সমালোচকরা মিশ্র পর্যালোচনা করেছেন।
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি ওটিট প্ল্যাটফর্মে 'লাইগার' সিনেমাটি আসবে, এমন চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি দেখানোর জন্য বিশাল টাকা ব্যয় করেছে সিনেমা সংস্থা। সেই টাকার অঙ্কটা এখনও জানা যায়নি। ওটিটিটে 'লাইগার' কবে দেখানো হবে, তাও জানা যায়নি এখনও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আশাবাদী বিজয় ডেবেরাকোন্ডা! 'বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করবেন' কারণ ভারত-পাকিস্থান ম্যাচে থাকবেন তিনি!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement