চুপিচুপি বিয়ে সেরে ফেললেন বিজয়-রশ্মিকা? জেনে নিন ভাইরাল ছবির আসল সত্য
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
বিজয়-রশ্মিকার সম্পর্ক নিয়ে চর্চা নেহাত কম নয়। দক্ষিণের একাধিক সফল ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। শোনা যায়, পর্দার প্রেমই নাকি গড়িয়েছে বাস্তবে।
#মুম্বই: সাদা পাঞ্জাবিতে, গলায় বরমালা, একগাল হাসি। বরের সাজে বিজয় দেবেরাকোন্ডা। ঘিয়ে রঙা লেহঙ্গায় 'কনে' রশ্মিকা মন্দনাও তাক লাগাচ্ছেন। তাঁর গায়ে হালকা গয়না, কপালে টিপ আর গলায় মালা।
সোমবার থেকে দুই দক্ষিণী তারকার এমনই একটি ছবি নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এত দিন দু'জনের প্রেমের গুঞ্জন শোনা যেত ঠিকই। এ বার কি তবে চুপিচুপি সাতপাকও ঘুরে ফেললেন তাঁরা? আপাতত এমনই সব প্রশ্নে তোলপাড় অনুরাগীমহল।

না, এখনও বিজয়-রশ্মিকার বিয়ের সানাই বাজেনি। এ সবই আসলে অনুরাগীদের ভাবনা। প্রযুক্তির কারিকুরির সাহায্যে কোনও এক সদ্য বিবাহিত দম্পতির ছবিতে দুই তারকার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। এক অনুরাগী সেই ছবি পোস্ট করে লিখেছেন, 'দু'জনকে এ ভাবে দেখাটাই আমার স্বপ্ন।'
advertisement
advertisement
বিজয়-রশ্মিকার সম্পর্ক নিয়ে চর্চা নেহাত কম নয়। দক্ষিণের একাধিক সফল ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। শোনা যায়, পর্দার প্রেমই নাকি গড়িয়েছে বাস্তবে। সকলের অগোচরেই একে অপরের প্রেমে বুঁদ নায়ক-নায়িকা। সুযোগ পেলেই নাকি একসঙ্গে শহর ছাড়েন দু'জনে। পাপারাৎজির ভিড়, কোলাহল থেকে দূরে সময় কাটান নিজেদের মতো করে। প্রেমের গুঞ্জন নিয়ে এখনও যদিও মুখ খোলেননি রশ্মিকা বা বিজয়। কিন্তু অনুরাগীরা কী আর সে সবের ধার ধারেন! ইচ্ছা মতো নিজেদের কল্পনায় রং ঢালছেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 1:52 PM IST