Vijay Deverakonda Aamir Khan : বিজয় দেবেরাকোন্ডা-আমির খান এক ফ্রেমে! করণ জোহরের ৫০তম জন্মদিনে নয়া চমক

Last Updated:

Vijay Deverakonda Aamir Khan : বিজয় আমিরের পাশে ছবি তোলার সময় হেসে পোজ দেন

#মুম্বই: পরিচালক করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টি। বলিউডের বড় বড় পার্টিগুলোর মধ্যে একটি। করিনা কাপুর খান, ঐশ্বর্যা রাই, সলমান খান, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর এবং জুহি চাওলা সহ বলিউডের বেশ কয়েকজন তারকা পার্টিতে অংশ নিয়েছিলেন। এই সবকিছুর মধ্যে দক্ষিণের তারকা বিজয় দেবেরকোন্ডা সেই অভিনেতাদের একজন, যাকে দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সম্প্রতি বিজয় দেবেরকোন্ডার সঙ্গে আমির খানের একটি ছবি সামনাসামনি এসেছে, ভক্তরা উচ্ছ্বসিত ছবি দেখে।
বিজয় আমিরের পাশে ছবি তোলার সময় হেসে পোজ দেন। পার্টির থিম অনুসারে দুজনেই কালো পোশাক পরেছিলেন। দুজনকে দেখে বেশ খুশিই দেখাচ্ছিল।
advertisement
advertisement
কয়েক ঘন্টা আগে, অর্জুন রেড্ডি খ্যাত বিজয় তারকা খচিত রাতের কিছু ছবি শেয়ার করেছেন। পোস্টটির ক্যাপশন দিয়েছেন, "আমার মনে অনেক কিছু"। ভক্তদের প্রশংসায় ভরে গিয়েছে কমেন্ট বক্স ইতিমধ্যেই। সেইখানে মনিশ মালহোত্রা কমেন্ট করেছেন, "তুমি স্টানিং"।
advertisement
রশ্মিকা মান্দান্না, পূজা হেগড়ে এবং তামান্না ভাটিয়া সহ দক্ষিণের তারকারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত রাতে করণ জোহরের জন্মদিনের পার্টি ছিল একটি সবচেয়ে আলোচ্য বিষয়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Deverakonda Aamir Khan : বিজয় দেবেরাকোন্ডা-আমির খান এক ফ্রেমে! করণ জোহরের ৫০তম জন্মদিনে নয়া চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement