#ভুবনেশ্বর: চলচ্চিত্র জগতে ফের শোকের ছায়া ৷ প্রয়াত হলেন ওড়িয়া সিনেমার বিখ্যাত অভিনেতা বিজয় মোহান্তি ৷ ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল ৭০৷ খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় অভিনেতার ৷নাট্যমঞ্চ থেকেই অভিনয়ের যাত্রা শুরু অভিনেতার ৷ তারপর সিনেমায় পা রাখেন অভিনেতা বিজয় মোহান্তি ৷ প্রথম ছবি ‘চিল্কা তীরে’তে অসামান্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান অভিনেতা ৷ তারপর একের পর এক সুপারহিট ছবি ৷ সময় বড় বলওয়ান, আরতি, আমা ঘর আমা, লক্ষণ রেখা. নাগা পাশা, শহরী বাঘা-র মতো ছবিতে তাঁর অভিনয় উচ্চ প্রশংসিত হয় ৷
ওড়িয়া ছবিতে নানা ধরনের খলনায়কের চরিত্রই নিয়ে সিনেমার পর্দায় নিয়ে আসেন অভিনেতা৷ ওড়িয়া ছবিতে গোটা দেশে জনপ্রিয় করার পিছনে অবদান প্রচুর অভিনেতা বিজয় মোহান্তির ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhubaneswar