Death News: একদিনের ব্যবধান... পরপর দুই অভিনেত্রীর মৃত্যু, চলচ্চিত্র জগতে বিরাট দুঃসংবাদ! লেডি সুপারস্টারের প্রয়াণে কাঁদছে বিনোদন দুনিয়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরুতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই প্রবীণ নায়িকা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
সম্প্রতি প্রয়াত হয়েছেন দক্ষিণী দুনিয়ার বিখ্যাত অভিনেতা কোটা শ্রীনিবাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মাত্র একদিনের ব্যবধানেই ফের খারাপ খবর। প্রয়াত প্রবীণ অভিনেত্রী সরোজা দেবী। সোমবার ৮৭ বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানান তিনি।
বেঙ্গালুরুতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই প্রবীণ নায়িকা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রথম ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। বিগত কয়েক দশক ধরে চলচ্চিত্র জগতে কাজ করেছেন তিনি। কন্নড় সিনেমার প্রথম লেডি সুপারস্টারের মর্যাদা পেয়েছেন। শুধু কন্নড় না, বহু ভাষার ছবিতে কাজ করেছেন তিনি।
advertisement
সরোজার চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৫৫ সালে মহাকবি কালিদাস চলচ্চিত্রের মাধ্যমে। ২০২০ সাল পর্যন্ত টানা কাজ করেছেন তিনি। ৭ দশক ধরে চলচ্চিত্রে রাজত্ব করেছেন বলা চলে। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে আছে, স্কুল মাস্টার (১৯৫৮), কিত্তুর চেন্নাম্মা (১৯৬১), অমরশিল্পী জাকানচারি (১৯৬৩), এবং মল্লম্মন পাভাদা (১৯৬৮)। অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দরও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন ‘আজ একটি যুগের অবসান হল। তাঁকে কোনওদিন ভুলতে পারব না।’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 1:45 PM IST