পুজোর মাঝেই সব শেষ...! বিয়ের ঠিক আগেই বহুল জনপ্রিয় অভিনেত্রীর হবু স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, ভিডিও রেকর্ডিংয়ে সব 'ফাঁস'

Last Updated:

২৯ সেপ্টেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তেলুগু অভিনেত্রী সোহানি কুমারীর হবু স্বামী সাওয়াই সিং। মৃত্যুর আগে তিনি একটি ভিডিয়ো বার্তাও রেকর্ড করে গিয়েছেন। যা শুনলে রীতিমতো হাড়হিম হয়ে যাবে।

বিয়ের ঠিক আগেই বহুল জনপ্রিয় অভিনেত্রীর হবু স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার
বিয়ের ঠিক আগেই বহুল জনপ্রিয় অভিনেত্রীর হবু স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার
হায়দরাবাদ: পুজোর মাঝেই ভয়ানক দুঃসংবাদ। প্রয়াত প্রযোজক ও অভিনেতা সোহানি কুমারীর হবু স্বামী সাওয়াই সিং। মাত্র ৩২ বছরেই নিজেদের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। শুরু হয়েছে পুলিশি তদন্ত।
২৯ সেপ্টেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তেলুগু অভিনেত্রী সোহানি কুমারীর হবু স্বামী সাওয়াই সিং। মৃত্যুর আগে তিনি একটি ভিডিয়ো বার্তাও রেকর্ড করে গিয়েছেন। যা শুনলে রীতিমতো হাড়হিম হয়ে যাবে। ভিডিয়োয় তিনি উল্লেখ করেছেন যে, অতীতে করা কিছু ভুল তাঁকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল, যে কারণে তিনি এই চরম পদক্ষেপ করতে চলেছেন।
advertisement
রাজস্থানের বাসিন্দা সোহানির সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় সাওয়াইয়ের। ২০২৪-এর জুলাইয়ে মাসে তাঁরা বাগদান করেন। জুবিলি হিলসের একটি আবাসনে একসঙ্গেই থাকতেন তাঁরা। ঘটনার দিন সোহানি বাড়ি ফিরে সাওয়াইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
advertisement
Disclaimer: যদি আপনার আত্মহত্যার চিন্তা আসে, অথবা আপনার কোন বন্ধুর জন্য চিন্তিত হন অথবা আপনার মানসিক সহায়তার প্রয়োজন হয়, তাহলে কেউ না কেউ সবসময় আপনার কথা শুনতে প্রস্তুত।  MANAS পরামর্শদাতাদের সাথে যোগাযোগ করুন: 14416 (OR) 1800-89-14416
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজোর মাঝেই সব শেষ...! বিয়ের ঠিক আগেই বহুল জনপ্রিয় অভিনেত্রীর হবু স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, ভিডিও রেকর্ডিংয়ে সব 'ফাঁস'
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement