Kanaklatha: প্রায় ৪০০ ছবিতে অভিনয়! জনপ্রিয় সেই অভিনেত্রীই এখন শয্যাশায়ী, আলো নেই তাঁর জীবনে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kanaklatha: আলোকবৃত্ত থেকে বহু দূরে কনকলতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বোন বিজয়ম্মা জানান, অভিনেত্রী পার্কিনসনস এবং ডিমেনশিয়ায় ভুগছেন।
মালয়ালম ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা। ৩৬০-এরও বেশি ছবিতে কাজ করে অনুরাগীদের ভালবাসা কেড়ে নেওয়া এই অভিনেত্রী এখন প্রায় শয্যাশায়ী। আলোকবৃত্ত থেকে বহু দূরে তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বোন বিজয়ম্মা জানান, অভিনেত্রী পার্কিনসনস এবং ডিমেনশিয়ায় ভুগছেন।
শকুন্তলার বোন আরও জানান, অসুস্থতার কারণে তাঁর দিদির স্বভাব-আচরণ তিন বছরের শিশুর মতো হয়ে গিয়েছে। যার ফলে সব সময় তাঁর খেয়াল রাখতে হয়। বিজয়ম্মাই বিগত কয়েক বছর ধরে অভিনেত্রীর খেয়াল রাখছেন। ২০২১ সালে কনকলতার পার্কিনসনস এবং ডিমেনশিয়ার লক্ষণ দেখা যায়। করোনা অতিমারীর সময় তা আরও বেড়ে যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। কনকলতা অনেক কিছু ভুলে যাচ্ছিলেন। পরবর্তীতে দেখা যায়, অ্যামনেশিয়ায় আক্রান্ত।
advertisement
advertisement
গত বছর কনকলতা আইসিইউ-তে ছিলেন। জল পান করা, খাবার খাওয়ার জন্যও তাঁর সাহায্যের প্রয়োজন পড়ে। মাঝেমাঝে সেই কাজগুলিও করতে ভুলে যান অভিনেত্রী। ২০০৫ সালে ,স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় কনকলতার। তার পর থেকে একাই ছিলেন তিনি। অসুস্থতার পর ভাইয়ের পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন কনকলতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2023 10:40 AM IST