Actress Death: বিরাট দুঃসংবাদ! সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত অভিনেত্রী, বিনোদন জগতে গভীর শোকের ছায়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Actress Death: বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন তামিল সিনেমার বিখ্যাত অভিনেত্রী কোলানগুডি কারুপ্পাই ৷ যিনি লোকগায়িকা হিসেবেও পরিচিত ছিলেন৷
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন তামিল সিনেমার বিখ্যাত অভিনেত্রী কোলানগুডি কারুপ্পাই ৷ যিনি লোকগায়িকা হিসেবেও পরিচিত ছিলেন৷ ৯৯ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী। তিনি পাণ্ডিয়ারাজন অভিনীত জনপ্রিয় ছবি ‘আন পাভম’এ অভিনয় করেছিলেন, যেখানে তিনি ভি কে রামাস্বামীর মা এবং পাণ্ডিয়ারাজন এর দাদির ভূমিকায় অভিনয় করেছিলেন।
কারুপাই শিবগাঙ্গাই জেলার মাদুরাই-থোন্ডি রোডে অবস্থিত কোলাংগুড়ি গ্রামের বাসিন্দা। প্রতিবেদনে বলা হয়েছে, পান্ডিয়ারাজান সিনেমার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আনা পাভমের মাধ্যমে।
advertisement
একজন প্রতিভাবান লোক গায়ক, কারুপায়ী ১০০০টিরও বেশি লোকগান গেয়েছিলেন। আনা পাভমের পরে, তিনি গোপালা গোপালা এবং আয়ুসু নুরু-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! কর্কট রাশিতে বুধের গমনে কপাল পুড়বে ৪ রাশির, বিরাট আর্থিক ক্ষতি, জীবন উথাল-পাথাল
শিল্পকলায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ, ১৯৯৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা তাঁকে কালাইমামণি পুরস্কারে ভূষিত করেন। তামিল সিনেমাকালাইমামানি পুরস্কারে ভূষিত করেন। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 4:22 PM IST