Victor Banerjee Hospitalised: গুরুতর অসুস্থ! হাসপাতালে ভর্তি ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আচমকা কী হল অভিনেতার?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Victor Banerjee Hospitalised: গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হল অভিনেতাকে৷
কলকাতা: গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হল অভিনেতাকে৷ আচমকা হলটা কী অভিনেতার, তা জানতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
সূত্র থেকে জানা গেছে, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা৷ তড়িঘড়ি করে তাঁকে দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপরই শুরু হয়েছে চিকিৎসা৷ এখন কেমন আছেন অভিনেতা৷
advertisement
সূত্র থেকে আরও জানা গেছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছেন অভিনেতা৷ আগের থেকে অনেকটাই ভাল আছেন ভিক্টর, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর৷ অভিনেতার শারীরিক অসুস্থতার খবর শোনা মাত্রই চিন্তায় পড়েছেন ভক্তরা৷ এর আগেও ২০২২ সালে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷
advertisement
তবে সেসময় তেমন কোনও জটিলতা ছিল না বলে জানিয়েছিল পরিবার৷ কিন্তু সেই এক বছরই ভিক্টর কোভিড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে৷ আপাতত সকল ভক্তরাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 1:44 PM IST