#মুম্বই: সোশ্যাল মিডিয়া উত্তাল। শোকবার্তায় ভরে উঠেছে ট্যুইটার, ইনস্টাগ্রাম। হঠাৎ চারদিকে খবর, প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। বুধবার সকাল থেকে তোলপাড় দেশ। কিন্তু স্বস্তির খবর, প্রেম বেঁচে আছেন। নিজেই সে কথা জানিয়েছেন একাধিক সংবাদমাধ্যমে।
বুধবার সকাল থেকে প্রেমের কাছে হাজারটা মেসেজ এবং ফোনে এসে চলেছে। সকলে উদ্বিগ্ন। তাঁদের মধ্যে রয়েছেন পরিচালক-অভিনেতা রাকেশ রোশন এবং চলচ্চিত্র সমালোচক আমোদ মেহরা।
আরও পড়ুন: 'কলকাতা ৯৬'-এর শ্যুটিং বন্ধ করে বিদেশ চলে গেলেন রাহুল, কী ব্যাপার?
প্রেম জানালেন, রাকেশ নাকি তাঁকে ফোন করে জিজ্ঞাসা করেছেন, ''আপনি বেঁচে আছেন?''
প্রেম সাক্ষাৎকারে বললেন, ''অন্যকে কষ্ট দিয়ে আরাম পায় অনেকেই। তার জন্যই এ সব রটানো হয়েছে। কিন্তু আমি আছি, চলে যাইনি। কথা বলছি। সম্পূর্ণ সুস্থ এবং সবল। জানি না এ রকম কে করল। জীতেন্দ্রর সঙ্গেও এ রকম করা হয়েছে এক বার। সকাল থেকে যে কতগুলি এই সংক্রান্ত ফোন পেয়েছি, গুনে শেষ করতে পারব না। এই ভুয়ো খবর রটানো বন্ধ হয়ে যাওয়া উচিত এখনই।''
আরও পড়ুন: হঠাৎই কলকাতায় এলেন জ্যাকলিন, পুজো দিলেন কালীঘাটে
গত জানুয়ারি মাসে প্রেমকে হাসপাতালে ভর্তি করানো হয় কোভিড সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ার পরেই। সঙ্গে ভর্তি ছিলেন তাঁর স্ত্রীও। দু'জনকেই ছেড়ে দেওয়া হয় দিন কয়েক পরে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Prem Chopra, Rakesh Roshan