Popular Actor Death: মুহূর্তে সব শেষ...! চলে গেলেন 'থ্রি ইডিয়টস'-খ্যাত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

Last Updated:

Popular Actor Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ' শ্যামচি আই'-তে তরুণ 'শ্যাম' চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা মাধব ভাজে৷

News18
News18
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ শ্যামচি আই’-তে তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা মাধব ভাজে৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৫ বছর৷ তিনি তাঁর স্ত্রী এবং পুত্র, অভিনেতা-পরিচালক অমিত ভাজেকে রেখে গেছেন।
১৯৩৯ সালের ২১শে অক্টোবর পুনেতে জন্মগ্রহণকারী ভাজে ওয়াদিয়া কলেজ থেকে ইংরেজির অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। অভিনেতা, পরিচালক, থিয়েটার পরামর্শদাতা এবং সমালোচক হিসেবে পরিচিত ভাজে রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় অসাধারণ অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছিলেন। তিনি বিখ্যাত ভারতীয় ও পাশ্চাত্য নাট্যকারদের নাটক পরিচালনা করেছিলেন এবং গোয়া কলা অ্যাকাডেমির নাট্য বিভাগে একজন ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভাজে আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির সদস্য ছিলেন এবং এর জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন।
advertisement
advertisement
তিনি শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ পরিচালনা করেছিলেন, যা পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। নাটকটি ২০১৩ সালে মঞ্চস্থ হয়েছিল। ওয়াজে হিন্দি এবং মারাঠি ছবিতেও কাজ করেছিলেন। সানে গুরুজির জীবনী চিত্রিত ‘শ্যামচি আই’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় তাকে আলোচনায় এনেছিল। ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’, ‘বাপজন্ম’-এর মতো হিন্দি ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল।
advertisement
অভিনেতা মাধব বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে ‘এক্সপেরিমেন্টাল থিয়েটার: থ্রি অ্যাক্টস’ (ইংরেজি থেকে অনুবাদ), ‘রংমুদ্রা’ (বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের প্রতিকৃতি), ‘শ্যামচি আই, আচার্য আত্রে অ্যান্ড মি’, ‘নন্দনবন’ এবং ‘প্যারালাল থিয়েটার: বিয়ন্ড অ্যান্ড উইদিন’। এছাড়াও, তার বই, ‘এক্সপেরিমেন্টাল থিয়েটার: থ্রি অ্যাক্টস’ একটি রাষ্ট্রীয় পুরষ্কারও পেয়েছে। ‘শ্যামচি আই, আচার্য আত্রে অ্যান্ড মি’ পুনে পৌর কর্পোরেশন থেকে একটি পুরষ্কার জিতেছে এবং ‘প্যারালাল থিয়েটার: বিয়ন্ড অ্যান্ড উইদিন’ মহারাষ্ট্র সাহিত্য পরিষদ এবং পুনে নগর বচন মন্দির থেকে প্রশংসা পেয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Popular Actor Death: মুহূর্তে সব শেষ...! চলে গেলেন 'থ্রি ইডিয়টস'-খ্যাত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement