বন্ধু শাবানা আজমির দ্রুত আরোগ্য কামনা করলেম দীপ্তি নাভাল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপ্তি নাভাল ৷
#মুম্বই: পথ দুর্ঘটনায় আহত হন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপ্তি নাভাল ৷ দুজনের একটি পুরনো দিনের ছবি শেয়ার করে তিনি লেখেন,'শাবানা আজমির দ্রুত সুস্থতা কামনা করছি' ৷
পুলিশ জানিয়েছে, মুম্বই-পুনে হাইওয়েতে মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনায় পড়ে শাবানা আজমির গাড়ি। খালাপুরে একটি ট্রাকে খুব জোরে অভিনেত্রীর গাড়ি ধাক্কা মারে। শাবানা আজমি আহত হলেও এখন স্থিতিশীল। ভরতি রয়েছেন কোকিলাবেন হাসপাতালে। তাঁদের গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ট্রাকটিরও।
advertisement
advertisement
একই গাড়িতে ছিলেন তাঁর স্বামী জাভেদ আখতার। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে তাঁরও অল্পবিস্তর চোট লেগেছে। আহত হয়েছেন গাড়িচালক নিজেও।
এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে এফআইআর দায়ের হল শাবানা আজমির চালকের বিরুদ্ধে।
শাবানা আজমির আরোগ্য কামনায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Location :
First Published :
January 20, 2020 9:03 AM IST