Jugg Jugg Jeeyo Promotion: কলকাতায় এসে হলুদ ট্যাক্সি চড়লেন বরুণ-কিয়ারা, ঘুরলেন ভিক্টোরিয়া

Last Updated:

Varun Dhawan-Kiara Advani in Kolkata: কলকাতায় ঝটিকা সফরে বরুণ ধাওয়ান-কিয়ারা আডবানী৷

#কলকাতা: জোর কদমে চলছে প্রচার৷ কলকাতায় ঝটিকা সফরে বরুণ ধাওয়ান-কিয়ারা আডবানী৷ কলকাতা মানেই ভিক্টোরিয়া, কলকাতা মানেই হলুদ ট্যাক্সি৷ তাতে চড়ে ছবির এক প্রস্থ প্রচার সারলেন বরুণ-কিয়ারা৷ তাঁদের আগামী ছবি যুগ যুগ জিও৷ সেই ছবির প্রচারেই শহরে এলেন, ভক্তদের মন জয় করলেন দুই তারকা৷
কলকাতায় ছবির প্রচারে বরুণ-কিয়ারা কলকাতায় ছবির প্রচারে বরুণ-কিয়ারা
ইতিমধ্যেই যুগ যুগ জিও-র ট্রেলার, গান পছন্দ হয়েছে সকলের৷ বরুণ-কিয়ারার জুটি বেশ আকর্ষণীয়৷ সঙ্গে অনিল কাপুরের উপস্থিতিও খুব মজাদার৷ এছাড়া ছবিতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীচু কাপুর৷ অনেকদিন পর তিনি আবার বলিউডে৷ আর কামব্যকেই বেশ ধামাকা হল! তিনিই রীতিমতো প্রচারে অংশ নিলেন এবং জুনিয়ারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে৷
advertisement
advertisement
ছবির মুক্তি ২৪ জুন, ২০২২। পরিচালনা করেছেন রাজ মেহতা, প্রযোজক করণ জোহর। (JugJugg Jeeyo Trailer)
ছবিটির ট্রেলারের শুরুটা বেশ চকচকে হলেও, তারপরই আসে ট্যুইস্ট। নবদম্পতি বরুণ-কিয়ারা দ্রুত বিবাহবিচ্ছেদ চান। এবং সে কথা তাঁরা নিজেদের পরিবারের থেকে লুকিয়ে রাখতে চান। বরুণের বাবা ও মায়ের ভূমিকায় রয়েছেন অনিল কাপুর ও নীতু কাপুর। সেখানেও রয়েছেন গল্পের ট্যুইস্ট। কারণ বাবাও বিচ্ছেদ চান।
advertisement
এনআরআই দম্পতির ভূমিকায় রয়েছেন বরুণ ও কিয়ারা। পঞ্জাবের পাটিয়ালাতে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা পরিবারকে বিচ্ছেদের কথা জানাবেন ঠিক করেন। সেখানে বাবার সঙ্গে মদের টেবিলে বসে বিরাট এক গোপন কথা জানতে পারেন। মা-কে দ্রুত বাবা ডিভোর্স দেবেন জানতে পারে ছেলে। সেখানে টিসকা চোপড়াকেও দেখা যায়। তার পরেই শুরু হয় আসল গল্প।
advertisement
নিজের ডিভোর্সকে ছাপিয়ে যায় বাবা-মায়ের সমস্যা। শেষ পর্যন্ত কী হবে তাতেই রয়েছে বড়সড় ট্যুইস্ট। পারিবারিক এই পাঁচমিশালি অনুভূতির ছবি বড় পর্দায় পরিবারকে সঙ্গে নিয়ে এসে দেখার অনুরোধ করেছেন কলাকুশলীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jugg Jugg Jeeyo Promotion: কলকাতায় এসে হলুদ ট্যাক্সি চড়লেন বরুণ-কিয়ারা, ঘুরলেন ভিক্টোরিয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement