Jugg Jugg Jeeyo Promotion: কলকাতায় এসে হলুদ ট্যাক্সি চড়লেন বরুণ-কিয়ারা, ঘুরলেন ভিক্টোরিয়া
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Varun Dhawan-Kiara Advani in Kolkata: কলকাতায় ঝটিকা সফরে বরুণ ধাওয়ান-কিয়ারা আডবানী৷
#কলকাতা: জোর কদমে চলছে প্রচার৷ কলকাতায় ঝটিকা সফরে বরুণ ধাওয়ান-কিয়ারা আডবানী৷ কলকাতা মানেই ভিক্টোরিয়া, কলকাতা মানেই হলুদ ট্যাক্সি৷ তাতে চড়ে ছবির এক প্রস্থ প্রচার সারলেন বরুণ-কিয়ারা৷ তাঁদের আগামী ছবি যুগ যুগ জিও৷ সেই ছবির প্রচারেই শহরে এলেন, ভক্তদের মন জয় করলেন দুই তারকা৷

ইতিমধ্যেই যুগ যুগ জিও-র ট্রেলার, গান পছন্দ হয়েছে সকলের৷ বরুণ-কিয়ারার জুটি বেশ আকর্ষণীয়৷ সঙ্গে অনিল কাপুরের উপস্থিতিও খুব মজাদার৷ এছাড়া ছবিতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীচু কাপুর৷ অনেকদিন পর তিনি আবার বলিউডে৷ আর কামব্যকেই বেশ ধামাকা হল! তিনিই রীতিমতো প্রচারে অংশ নিলেন এবং জুনিয়ারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে৷
advertisement
advertisement
ছবির মুক্তি ২৪ জুন, ২০২২। পরিচালনা করেছেন রাজ মেহতা, প্রযোজক করণ জোহর। (JugJugg Jeeyo Trailer)
ছবিটির ট্রেলারের শুরুটা বেশ চকচকে হলেও, তারপরই আসে ট্যুইস্ট। নবদম্পতি বরুণ-কিয়ারা দ্রুত বিবাহবিচ্ছেদ চান। এবং সে কথা তাঁরা নিজেদের পরিবারের থেকে লুকিয়ে রাখতে চান। বরুণের বাবা ও মায়ের ভূমিকায় রয়েছেন অনিল কাপুর ও নীতু কাপুর। সেখানেও রয়েছেন গল্পের ট্যুইস্ট। কারণ বাবাও বিচ্ছেদ চান।

advertisement
এনআরআই দম্পতির ভূমিকায় রয়েছেন বরুণ ও কিয়ারা। পঞ্জাবের পাটিয়ালাতে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা পরিবারকে বিচ্ছেদের কথা জানাবেন ঠিক করেন। সেখানে বাবার সঙ্গে মদের টেবিলে বসে বিরাট এক গোপন কথা জানতে পারেন। মা-কে দ্রুত বাবা ডিভোর্স দেবেন জানতে পারে ছেলে। সেখানে টিসকা চোপড়াকেও দেখা যায়। তার পরেই শুরু হয় আসল গল্প।
advertisement
নিজের ডিভোর্সকে ছাপিয়ে যায় বাবা-মায়ের সমস্যা। শেষ পর্যন্ত কী হবে তাতেই রয়েছে বড়সড় ট্যুইস্ট। পারিবারিক এই পাঁচমিশালি অনুভূতির ছবি বড় পর্দায় পরিবারকে সঙ্গে নিয়ে এসে দেখার অনুরোধ করেছেন কলাকুশলীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2022 3:20 PM IST